বিনোদন ডেস্ক
আপডেট: ১২:৫৪, ৩০ মার্চ ২০২২
সুরের মূর্ছনায় মিরপুর মাতালেন এ আর রহমান
মিরপুরে এ আর রহমান
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেলো ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’। এতে গান গেয়ে মাতালেন অস্কারজয়ী কিংবদন্তি সংগীতশিল্পী এ আর রহমান।
‘পাহাড় এসে সূর্য এসে আবার দেখে নিক, মুজিবের সেই তর্জনীটাই আজও দেখায় দিক’- হৃদয়স্পর্শী সুরে কথাগুলো গেয়ে ঢাকাবাসীকে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী করলেন এ আর রহমান। তবে কেবল সাধারণ মানুষ নয়, খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে বসে এই অপূর্ব পরিবেশনা উপভোগ করেছেন। এমনকি পুরো গানটি তিনি নিজের মোবাইল ফোনে ভিডিও পর্যন্ত করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব ১০০’ শীর্ষক মেগা কনসার্টে ২৪০ জনের বহরসহ অংশ নিয়েছেন মিউজিক ম্যাজিশিয়ান এ আর রহমান। তিনি বঙ্গবন্ধুকে নিয়ে দুটি গান করেছেন। সেগুলোর পাশাপাশি ৩৫টি গান শুনিয়েছেন উপস্থিত হাজারো দর্শককে।
আরও পড়ুন- ৯৪তম অস্কার উঠল যাদের হাতে
এ আর রহমানের গান মোবাইল ফোনে ভিডিও করছেন প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুকে নিয়ে গান দুটির কথা লিখেছেন জুলফিকার রাসেল। সুর-সংগীত করেছেন এ আর রহমান। প্রথম গানটি শুরু করার আগে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ‘জয় হো’ খ্যাত রহমান। এরপর শোনান ‘আমার সোনার বাংলা, বলো জয় বঙ্গবন্ধু, বলো জয় জয় বাংলা’ গানটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই কনসার্ট। এতে এ আর রহমানের আগে পারফর্ম করেছেন বাংলাদেশের কালজয়ী ব্যান্ড মাইলস ও ফোকসম্রাজ্ঞী মমতাজ।
উল্লেখ্য, ২০২০ সালেই কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মহামারি করোনার কারণে স্থগিত করা হয়। দুই বছর পর সেই আয়োজন বাস্তবায়িত হলো। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ মাতিয়ে গেলেন এ আর রহমান।
আইনিউজ/এসডিপি
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে