Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫,   চৈত্র ২৯ ১৪৩১

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ১০ এপ্রিল ২০২২

অভিনেতা ফারুকের মৃত্যুর গুজব, বিরক্ত পরিবার

আকবর হোসেন পাঠান ফারুক

আকবর হোসেন পাঠান ফারুক

কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা তার চলছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পরিবার।

কিন্তু গতকাল শনিবার মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর আগে ২০২১ সালের ৮ এপ্রিল সন্ধ্যায় হঠাৎ তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। প্রিয় অভিনেতার এমন মৃত্যুর ‍গুজবে বিরক্ত তার পরিবার ও ভক্তরা।

সিঙ্গাপুর থেকে নায়ক ফারুকের স্ত্রী ফারহানা পাঠান আজ রোববার সকালে গণমাধ্যমকে বলেন, 'আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মিয়া ভাই ভালো আছেন, সুস্থ আছেন। আগের মতোই আছেন। তেমন কিছুই ঘটেনি। আমাদের জন্য দোয়া করবেন।'

আরও পড়ুন- অস্কার থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ উইল স্মিথ

এসময় ফারহানা পাঠান অভিনেতা ফারুকের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, এইচ আকবর পরিচালিত 'জলছবি' চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন নায়ক ফারুক। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে তাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো—'সারেং বৌ', 'লাঠিয়াল', 'সুজন সখী', 'নয়নমনি', 'মিয়া ভাই', 'গোলাপী এখন ট্রেনে', 'সাহেব', 'আবার তোরা মানুষ হ', 'আলোর মিছিল', 'দিন যায় কথা থাকে', 'সখী তুমি কার', 'কথা দিলাম', 'সূর্য গ্রহণ' ইত্যাদি।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়