Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৫২, ১৫ এপ্রিল ২০২২

নজরুলের গজল ‘বুলবুলি’র সাথে স্প্যানিশ সুরে কোক স্টুডিওর তৃতীয় গান

কোক স্টুডিও বাংলা 'নাসেক নাসেক' ও 'প্রার্থনা'র  পর এবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গজল নিয়ে এলো। গতকাল বাংলা নববর্ষে (১৪ এপ্রিল) প্রকাশিত হয় কোক স্টুডিওর তৃতীয় গান 'বুলবুলি'।

কাজী নজরুল ইসলামের ‘বাগিচায় বুলবুলি তুই’ গজলের সঙ্গে স্প্যানিশ সুরের মিশ্রণে ফিউশন তৈরি করা হয়েছে এই গানে। সাথে ছিল সৈয়দ গাউসুল আলম শাওনের লেখা ‘দোল দোল দোল দিয়েছে’ শিরোনামের একটি ছোট শ্লোক।

কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে মোট ১০টি গান প্রকাশ করা হবে। সাথে বিশেষ অনুষ্ঠান মিলিয়ে থাকবে আরও কয়েকটি অতিরিক্ত গান।

নতুন গানটিতে কণ্ঠ দিয়েছেন ঋতুরাজ বৈদ্য ও সানজিদা মাহমুদ নন্দিতা। গানটি প্রযোজনা করেছেন শায়ান চৌধুরী অর্ণব এবং এর সংগীতায়োজনে ছিলেন শুভেন্দু দাস শুভ।

কাজী নজরুল ইসলামের 'বাগিচায় বুলবুলি তুই' গজলের সঙ্গে স্প্যানিশ সুরের মিশ্রণে ফিউশন তৈরি করা হয়েছে এই গানে। সাথে ছিল সৈয়দ গাউসুল আলম শাওনের লেখা 'দোল দোল দোল দিয়েছে' শিরোনামের একটি ছোট শ্লোক।

'বুলবুলি'তে গানের পাখি বুলবুলি এবং তার প্রিয় একটি ফুলের মধ্যকার রূপক সম্পর্কের মাধ্যমে প্রেম এবং বেদনা উভয়ই তুলে ধরা হয়েছে।

এই গানের ব্যান্ডে ছিলেন ইমরান আহমেদ (অ্যাকুস্টিক গিটার), শুভেন্দু দাস শুভ (ক্লাসিক্যাল গিটার), সাদুল ইসলাম (অ্যাকুস্টিক গিটার), ফাইজান রশিদ আহমেদ (বেস), কাবিল মিয়া (ট্রাম্পেট), রাহিন হায়দার (টেনর স্যাক্সোফোন), সায়ন্তন মাংসাং (অল্টো স্যাক্সোফোন), পান্থ কানাই (ড্রামস), মোহাম্মদ মোকাররম হোসেন (পারকাশন), মিঠুন চক্রবর্তী (পারকাশন), মোবারক ইসলাম (পারকাশন), প্রদ্যুত চ্যাটার্জি (পিয়ানো এবং সিন্থ কিবোর্ড)।

গানের ব্যাকগ্রাউন্ড ভোকাল হিসেবে ছিলেন কারিশমা শানু সভ্যতা, রুবায়াত রেহমান এবং জান্নাতুল ফিরদৌস আকবর। গানটি ইউটিউবে শুনতে এখানে ক্লিক করুন

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন

মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়