বিনোদন ডেস্ক
কোক স্টুডিও বাংলার নতুন চমক, নিগার সুমির ‘ভবের পাগলে’ জালালি সেট
কোক স্টুডিও বাংলা তাঁদের সিজন ১ এর তৃতীয় গান বুলবুলির রেশ মেটার আগেই ঈদের দিনে সঙ্গীতপ্রেমীদের উপহার দিলো তাঁদের চতুর্থ গান- ভবের পাগল। গানটিতে ছিলো তাঁদের ভক্তদের জন্য দারুণ একটি চমক। বাংলা র্যাপের সবথেকে সফল এবং জনপ্রিয় ব্যান্ড জালালি সেট এতে তাঁদের আগুনঝড়া র্যাপ দিয়েছে। মূল গান গেয়েছেন নিগার সুমি।
একটা সময় তরুণদের মাঝে বিপুল উন্মাদনা তৈরি করেছিল বাংলা র্যাপে পুরো ভারতবর্ষ কাঁপানো ব্যান্ড জালালি সেট। তাদের একেকটি গান বারুদের মতো বিস্ফোরিত হয়েছিল তারুণ্যের ভুবনে। এখনো বাংলা র্যাপ বলতে তাদেরকেই বোঝেন অনেক শ্রোতা।
সেই ‘জালালি সেট’ অনেকদিন ধরে আড়ালে। দীর্ঘ ৫ বছর আগে তাদের ইউটিউব চ্যানেলে গান প্রকাশ হয়েছিল। এরপর অল্প-বিস্তর লাইভ শো করলেও নতুন গানের হদিস নেই। অবশেষে ফিরলেন জালালি সদস্যরা। তাও আবার কোক স্টুডিও বাংলায়। লালন’ ব্যান্ডের সুমির সঙ্গে ‘জালালি সেট’-এর সমন্বয় করা হয়েছে। গানের নাম দেওয়া হয়েছে ‘ভবের পাগল’।
গানের প্রথম অংশে বিখ্যাত লোকগান ‘পাগল ছাড়া দুনিয়া চলে না’ গেয়েছেন সুমি। এই গানটি অবশ্য তার কণ্ঠেই সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল। তাই নতুন আয়োজনে তাকেই বেছে নেওয়া হয়।
শেষ অংশে ধামাকার মতো হাজির হন জালালি সেটের এমসি মাগস, শাফায়েত, সাধু ও ডাবল এস। তাদের ঝাঁজালো পারফর্মেন্সে গানটি ভিন্ন মাত্রা পায়। ফেসবুক ও ইউটিউবে চোখ রাখলেই দেখা যায়, এই গানে জালালি সেটের উপস্থিতি নিয়ে সবাই উচ্ছ্বসিত। দীর্ঘদিন পর তাদের প্রত্যাবর্তন নতুন আশা জাগিয়েছে র্যাপপ্রিয় শ্রোতাদের মনে।
‘ভবের পাগল’ গানটির মিউজিক কম্পোজিশন ও আয়োজন করেছেন শায়ান চৌধুরী অর্ণব ও ফাইজান রশিদ আহমেদ। প্রকাশের পর মাত্র ২০ ঘণ্টায় এর ভিউ প্রায় ৬ লাখ। গানটি ইউটিউবে দেখতে ক্লিক করুন।
উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ‘নাসেক নাসেক’ শীর্ষক গানের মাধ্যমে যাত্রা করেছে কোক স্টুডিও বাংলা। সেই গানের ভিউ ছাড়িয়েছে ১ কোটি। এরপর যথাক্রমে প্রকাশ হয় ‘প্রার্থনা’ ও ‘বুলবুলি’। দুটি গানেরই ভিউ ছাড়িয়েছে ৬০ লাখ।
আইনিউজ/এসডি
আইনিউজ ভিডিও
সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ
শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী
অনুরাধা রায় ও তার শিক্ষার্থীদের কণ্ঠে মুগ্ধতা ছড়ানো ইসলামিক গজল
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে