বিনোদন ডেস্ক
আপডেট: ১৩:৪২, ৩০ মে ২০২২
আইপিএলের মঞ্চে প্রকাশ্যে এলো ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার (ভিডিও)
অবশেষে প্রকাশ্যে এলো আমির খান প্রযোজিত ও অভিনীত হিন্দি চলচ্চিত্র ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার। ভারতের জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের ফাইনালের মধ্যেই ট্রেলারটি অবমুক্ত করা হয়।
ছবিটির প্রচারণায় আইপিএলকেই বেছে নিয়েছেন বলিউডের পারফেক্টশনিস্ট আমির। আগেই ঘোষণা দিয়েছিলেন, গুজরাট লায়ন্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার আইপিএল ফাইনালের প্রথম ইনিংসের মাঝেই সম্প্রচারকারী চ্যানেলে হাজির হবে ‘লাল সিং চাাড্ডা’র ঝলক।
ট্রেলারটি দেখতে ক্লিক করুন<<
২ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারে লাল সিং চাড্ডার আকর্ষণীয় কিছু ঝলক তুলে ধরা হয়েছে। প্রকাশের পর থেকে সিনেমাপ্রেমীদের আলোচনার কেন্দ্রে রয়েছে ট্রেলারটি। ইতোমধ্যে ইউটিউবে এর ভিউ ছাড়িয়েছে ২ কোটি।
ট্রেলার মুক্তির পর থেকেই ছবিকে অনেকে ব্লকবাস্টার ঘোষণা করে দিয়েছে। তাদের দাবি, আমিরের ‘ঠাগস অব হিন্দোস্তান’র ক্ষতি মিটিয়ে দেবে এই ছবি। আরেকজন লিখেছেন, ‘এবার বলিউড দেখবে ব্যবসা কীভাবে করতে হয়।’
অনেকে চেষ্টা করেছেন ট্রেলার থেকে ভুল বের করতে। একজন লিখেছেন, ‘ট্রেলারে আবেগের বড় অভাব ছিল’।
আরও পড়ুন- ট্রেলার দেখে সবাই কেন বিরক্ত আমি বুঝতে পারছি না : শ্যাম বেনেগাল
আরেকজনের মত, ‘এই সিনেমায় আমিরের ডায়লগবাজি আমিরের নকল যারা করে তাদের থেকেও খারাপ।’ আরেকজন লিখেছেন, ‘‘আমি আমিরকে যতই ভালোবাসি না কেন, ‘লাল সিং চাড্ডা’র ট্রেলার আমাকে একটুও উত্তেজিত করেনি। ওরকম ভ্রু উঁচু করা, চোখ গোলগোল না আমার ‘পিকে’তে ভালো লেগেছে, না এই ছবিতে। এখন একটাই আশা, ছবি অন্তত ট্রেলারের থেকে ভালো হবে।’’
‘লাল সিং চাড্ডা’ পরিচালনা করেছেন অদ্বৈত চন্দন। এটি ১৯৯৪ সালের হলিউড ফিল্ম ‘ফরেস্ট গাম্প’র অফিসিয়াল হিন্দি রিমেক। আমির ও কারিনা কাপুর খান ছাড়াও ‘লাল সিং চাড্ডা’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন মোনা সিং ও নাগা চৈতন্য।
ভারতের স্বাধীনতা দিবসের ঠিক আগে ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘লাল সিং চাড্ডা’। এর মধ্যেই সিনেমার দুটো গান, ‘ম্যায় কি করা’ আর ‘কাহানি’ অবমুক্ত হয়েছে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে!
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে