বিনোদন ডেস্ক
আপডেট: ১৫:৩৪, ৩ জুন ২০২২
৯ জুন আর্মি স্টেডিয়ামে বসছে তারকায় ভরপুর কনসার্ট
বছরের সবচেয়ে বড় ও তারকা সমৃদ্ধ কনসার্ট বসতে যাচ্ছে ঢাকার আর্মি স্টেডিয়ামে। আসছে বৃহস্পতিবার (৯ জুন) বিকাল থেকে রাত পর্যন্ত এই কনসার্টটি আয়োজন করছে কোক স্টুডিও বাংলা।
বিশাল এই কনসার্ট মাতাবেন কিংবদন্তি ব্যান্ড তারকা জেমস। এছাড়াও থাকছেন কোক স্টুডি বাংলার অর্ণব, রিপন, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান, মমতাজ, ঋতুরাজ ও নন্দিতা। মানে কোক স্টুডিও বাংলা থেকে ইতোমধ্যে যাদের পারফর্ম দর্শক দেখেছেন, তারা সবাই কনসার্টে উপস্থিত থাকবেন। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।
বিশ্বকাপের ট্রফি ট্যুর উপলক্ষে ৯ জুন এ কনসার্টের আয়োজন করা হচ্ছে বলে জানান আয়োজক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রে ঢাকার ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন। তিনি বলেন, এই কনসার্ট উপভোগ ছাড়াও দর্শক শ্রোতারা ফিফা অরিজিনাল ট্রফির সঙ্গে ছবিও তুলতে পারবেন।
আরও পড়ুন- শুনে নিন কেকের গাওয়া জনপ্রিয় ১০ গান (ভিডিও)
ইতোমধ্যে শিল্পীরা প্রতিদিন রিহার্সেল করছেন বলেও জানান গাউসুল আলম শাওন। তিনি বলেন, কনসার্ট সামনে রেখে আমাদের শিল্পীরা রিহার্সেলে অংশ নিচ্ছেন। দারুণ একটি কনসার্ট উপহার দিতে কোনো কমতি রাখা হচ্ছে না। তবে আমরা বৃষ্টি নিয়ে একটু সন্দিহান।
তারকা সমৃদ্ধ কনসার্টটি নিয়ে আয়োজকরা জানান, ৯ জুন বিকেল ৪টা থেকে কোক স্টুডিও বাংলা কনসার্টটি চলবে রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত।
যেভাবে পাওয়া যাবে কোক স্টুডিও বাংলা কনসার্ট এর টিকেট
কোক স্টুডিও বাংলার এ কনসার্ট উপভোগ করতে হলে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য ফিফা স্পেশাল কোকা-কোলার লেবেল খুলে কিউআর কোড স্ক্যান করতে হবে। কোকা-কোলার ৪০০, ৫০০, ৬০০ মিলির যেকোনো ৩টি বোতলের ক্যাপের নিচের ৩টি ইউনিক কোড দিতে হবে রেজিস্ট্রেশনের সময়। তাহলেই সম্পন্ন হবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। পেয়ে যাবেন স্পেশাল পাস।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে