Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১১, ৩ জুন ২০২২
আপডেট: ১৭:১৪, ৩ জুন ২০২২

‘জওয়ান’এর টিজার প্রকাশ, নতুন রূপে হাজির শাহরুখ

ফ্যান’-এ শেষবার পর্দায় দেখা গিয়েছিল তাকে। মাঝে চার-চারটি বছর কেটে গেছে। শাহরুখ খানের নতুন ছবি মুক্তির জন্য অধীর অপেক্ষায় অনুরাগীরা। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। তাও আবার একটি নয়, কয়েকটি নতুন সিনেমা নিয়ে ফিরছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

এর মধ্যে অন্যতম হলো দক্ষিণী সিনেমার সফল পরিচালক অ্যাটলি কুমারের প্রজেক্ট। এতদিন ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমার নাম ‘লায়ন’। তবে অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মুক্তি পেল সেই ছবির প্রথম টিজার। ছবিটির নাম ‘জওয়ান’। টিজার দেখতে ক্লিক করুন<<

‘জওয়ান’-এর টিজারে শাহরুখের চেহারা দেখে ভক্তরা বুঝে নিয়েছেন, এটি অ্যাকশন-ভরপুর একটি ছবি হতে চলেছে। টিজার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। 

‘জওয়ান’ নিয়ে উত্তেজনা এমনিতেই বেশি। শাহরুখ এবং প্রযোজনা সংস্থা রেড চিলিজ দু’টির পক্ষ থেকে বলা হয়েছে, এটি নাকি তাদের সবচেয়ে অ্যামবিশাস ছবি।

আরও পড়ুন- ৯ জুন আর্মি স্টেডিয়ামে বসছে তারকায় ভরপুর কনসার্ট

তবে সেটি ছাড়াও আরও একটি কারণ আছে এই ছবিটি নিয়ে উন্মাদনার পেছনে। এর পরিচালনার দায়িত্বে রয়েছেন অ্যাটলি কুমার, যাঁকে চলচ্চিত্র জগত চেনে অ্যাটলি হিসাবেই। ‘বিজিল’, ‘মেরশাল’, ‘থেরি’, ‘রাজারানি’র মতো ছবি সুপারহিট ছবির পরিচালনা করেছেন তিনি। এই ছবিটিও হিন্দির পাশাপাশি মুক্তি পাবে তামিল, তেলুগু, মালায়লম এবং কন্নড় ভাষায়।

মূলত অ্যাকশন ছবির পরিচালক হিসাবেই বিখ্যাত অ্যাটলি। শাহরুখের সঙ্গে তার এই প্রথম কাজ। কেমন হতে চলেছে দক্ষিণের তারকা পরিচালক আর বলিউডের সুপারস্টারের যুগ্ম প্রয়াস?

আগামী বছর শাহরুখের চারটি ছবি মুক্তি পাচ্ছে। এর মধ্যে তিনটি ছবিতে শাহরুখই প্রধান চরিত্রে অভিনয় করেছেন। ‘পাঠান’, ‘ডানকি’ এবং ‘জওয়ান’। এছাড়াও ‘টাইগার’ সিরিজের ছবিতে দেখা যাবে তাকে।

আইনিউজ/এসডিপি

লাউয়াছড়ায় ঘন্টায় ২০ কিলোমিটার গতিসীমা

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়