বিনোদন ডেস্ক
আপডেট: ১৫:০৮, ১৪ জুন ২০২২
সুশান্ত সিং রাজপুত চলে যাওয়ার দুই বছর
সুশান্ত সিং রাজপুত
সুশান্ত সিং রাজপুত চলে যাওয়ার দুই বছর পূর্ণ হলো আজ, ১৪ জুন। ২০২০ সালের এইদিনে বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের মরদেহ। বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটে আত্মহত্যা করেছিলেন সুশান্ত। ঘটনার পর নানা তর্ক-বিতর্ক, মামলা, গ্রেপ্তার..। কিন্তু ফেরানো যায়নি ৩৪ বছরের তরুণ অভিনেতাকে।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। পরে দিল্লিতে চলে যায় তাঁর পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সে সময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন। এর জন্য পড়াশোনা শেষ করতে পারেননি।
২০০৮ সালে স্টার প্লাস চ্যানেলে প্রচারিত ধারাবাহিক ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’-এ প্রীত জুনেজা চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক করেছিলেন। এরপর ‘পবিত্র রিস্তা’। পর্দার মানব হয়ে উঠলেন সুশান্ত। তখন থেকেই শুরু প্রেম। সহ অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের সঙ্গে প্রথম প্রেম শুরু করেন। প্রায় ৬ বছর সেই প্রেম জীবনে ছিল। যদিও সেই প্রেমে বিচ্ছেদ আসে।
অবশ্য, এই ধারাবাহিকে আসার আগেও ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে যুক্ত ছিলেন সুশান্ত। সেই ২০০৫ সালে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ড ডান্সার হওয়ার পর প্রথম ধারাবাহিকে সুযোগ আসে। এই ধারাবাহিক করতে করতে বড় পর্দায় সুযোগ।
সুশান্তের চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১৩ সালে, ‘কাই পো ছে'তে অভিনয়ের মধ্যে দিয়ে ৷ এরপর অভিনয় করেছেন ‘শুধ দেশি রোমান্স’, আনুশকা শর্মার বিপরীতে ‘পিকে’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরির’ মত জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে৷ ‘কেদারনাথ’ এ অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন তিনি সবাইকে ৷
২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজের বাসায় সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মৃত্যুর জন্য গ্রেপ্তার করা হয়েছিল তার প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। মাদক সরবরাহ করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সুশান্তের মৃত্যুর পর দীর্ঘদিন মামলা চালিয়েছিল এনসিবি। গ্রেপ্তার করা হয়েছিল সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিটানকেও। তার মৃত্যুর পরে মুখ খুলেছিলেন সাবেক বান্ধবী অঙ্কিতা লোখণ্ডেও। সুশান্তের মৃত্যুর জন্য সরাসরি রিয়াকেই দায়ী করেছিলেন তিনি। দুই বছর পেরিয়ে স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। স্বাভাবিক জীবনে ফিরে কাজ শুরু করেছিলেন রিয়াও। কেবল ফিরে পাওয়া যায়নি সুশান্তকে।
অনেকে অবশ্য সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করেছিলেন অবসাদকে। একের পর এক ছবি ফ্লপ। হাতে সেভাবে কোনো বড় প্রজেক্টও নেই। তার ওপর ব্যক্তিগত জীবনেও ভাঙাগড়া লেগেই ছিল। অনেকেই বলেছিল, অবশেষে অবসাদই কেড়ে নিল সুশান্তর জীবন। নিজের জীবনের ইতি টানলেন নিজেই।
অবসাদ, মাদক যোগ নাকি নিছক মুহূর্তের ভুল সিদ্ধান্ত? দুই বছর পেরিয়েও ধোঁয়াশা রয়ে গেল সুশান্তের মৃত্যুর কারণ। হাজার হাজার অনুরাগীর মনে এখনও ঘুরে ফিরে আসে এই একই প্রশ্ন.. যে হাসি আট থেকে আশির মন কেড়ে নিতে পারত অনায়াসে, সেই হাসির পেছনে কী কোনো মনখারাপ লুকানো ছিল, যা পড়তে পারল না রুপালি পর্দা?
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে