ডেস্ক নিউজ
আপডেট: ২৩:১৯, ১৬ জুন ২০২২
বিটিএস কি ভেঙে যাবে?
১৩ জুন ছিলো বিটিএস-এর প্রতিষ্ঠাবার্ষিকী। ঠিক নয় বছর আগে যাত্রা শুরু ব্যান্ডটি নয় বছর পরে জায়গা করে নিতে পেরেছিলেন কোটি ভক্তের মনে। ভক্তদের এই ভালোবাসার প্রতিদানস্বরূপ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১০ জুন মুক্তি পেয়েছে ব্যান্ডটির নতুন অ্যালবাম 'প্রুফ'।
নতুন গান প্রকাশের পর তিন দিনের মধ্যেই ইউটিউবে গানটির ভিউ ৭৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ইতোমধ্যে রেকর্ড তিন মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। কিন্তু এরইমাঝে গুঞ্জন উঠেছে একসাথে আর মঞ্চে দেখা যাবে না বিটিএসের সাত সদস্যকে। ভক্তদের মনে প্রশ্ন বিটিএস কি তবে ভেঙে যাবে?
ব্যান্ডটির অন্যতম সদস্য আরএম বলেন, 'আমি সবসময়ই বিটিএসকে অন্য ব্যান্ডের চেয়ে আলাদা ভেবেছি। কিন্তু কে-পপ ও পুরো ‘আইডল’ পদ্ধতির সমস্যা হলো এটা আপনাকে পরিণত হওয়ার সুযোগ দেবে না। আপনাকে গান চালিয়ে যেতে হবে এবং কিছু না কিছু করতে হবে।'
ব্যান্ডের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিওবার্তায় আরেক সদস্য সুগাও বলেন, 'আমরা এখন আলাদা হয়ে যাব।' মূলত ব্যান্ডের সদস্যের একক ক্যারিয়ার এগিয়ে নিতেই এ সিদ্ধান্ত বলে জানানো হয়।
বিটিএসের আরেক সদস্য জিমিন বলেছেন, 'এখন আমাদের নতুন ভাবনা শুরু হলো। কী ধরনের শিল্পী হিসেবে ভক্তরা আমাদের মনে রাখবে।' ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জিমিন আরও বলেন, 'এখন আমাদের নিজেদের আত্মপরিচয় খুঁজতে হবে, যা ক্লান্তিকর ও দীর্ঘ এক প্রক্রিয়া।'
তবে এখন একসঙ্গে গান না করলেও ভবিষ্যতে আবার একত্রে গান আসতে পারে এমন ইঙ্গিত দিয়ে জাংকুক বলেন, 'প্রতিজ্ঞা করছি, নিশ্চিতভাবেই কখনো না কখনো আমরা এখনকার চেয়ে আরও পরিণত হয়ে ফিরে আসব।
ব্যান্ডটির ভাঙন নিয়ে তাদের রেকর্ড কোম্পানির প্রতিক্রিয়া জানতে চেষ্টা করেছে বার্তা সংস্থা এএফপি। কিন্তু প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
আইনিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে