বিনোদন ডেস্ক
বিজ্ঞাপনের সেই স্মৃতিকে এবার দেখা যেতে পারে বড় পর্দায়
মডেল সায়মা স্মৃতি
২০১৭ সালে অমিতাভ রেজার গ্রামীন ফোনের বিজ্ঞাপন দিয়ে শোবিজে পথচলা শুরু করেন সায়মা স্মৃতি। এরপরেও গ্রামীন ফোনের কাজ করা হয়েছে। এরপর তিনি অসংখ্য বিজ্ঞাপনে কাজ করেছেন। উল্লেখযোগ্য কাজের মধ্যে দেখা গেছে ব্রাক ও লিভনের ওভিসি । এছাড়াও মাঝে মাঝে নাটকেও অভিনয় করেছেন স্মৃতি। কিন্তু এবার আর বিজ্ঞাপন বা টিভিসি নয় একে একে ৩টা ছবিতে অভিনয়ে নাম লিখেয়েছেন স্মৃতি।
সিনেমা গুলো হচ্ছে- অপূর্ব রানার ‘জলরঙ’ যেখানে সাইমন সহ বড় বড় তারকারা, আবু সাঈদের ‘সংযোগ’ যেখানে তার বিপরীতে ছিলেন আবদুন নুর সজল ও এইচ আর হাবিবের ‘জলকিরণ’ তার বিপরীতে দেখা যাবে সুমিতকে।
সাইন্সফিকশনের চলচ্চিত্র ‘জলকিরণ’। এরই মধ্যে ছবিটির কাজ শেষ হয়েছে। এখন ছবিটি সম্পাদনার টেবিলে। ছবিতে সায়মা স্মৃতির বিপরীতে দেখা যাবে সুমিতকে। অনেক কিছু ভেবে তার গ্রহণযোগ্যতার কথা ভেবেই সায়মা স্মৃতির বিপরীতে সুমিতকে বাছাই করেছেন পরিচালক।
সায়মা স্মৃতি চলচ্চিত্র নিয়ে বলেন, আমি খুবই আনন্দ মনে চলচ্চিত্রে অভিষেকের অপেক্ষা করছি। অনেক সিনেমায় কাজের প্রস্তাব এসেছে। কিন্তু নানা কারণে করা হয়ে ওঠেনি। অনেক কিছু ভেবে গল্পটাকে চিন্তা করে ছবি গুলোতে কাজ শুরু করেছি। এইচ আর হাবিব ভাইকে অনেক ধন্যবাদ জানাই আমি। কারন চমৎকার একটি গল্পে তিনি আমাকে অভিনয়ের সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি ছবিটিতে বাংলার জনপ্রিয় মুখকে পেয়েছি । এটাও আমার জন্য প্রাপ্তির। আমি ভীষণ আশাবাদী জলকিরন ছবিটি নিয়ে। জলকিরন ছবিতে আমি মিতা চরিত্রে কাজ করেছি।
জলকিরণে দেখানো হবে আমাদের প্রচলিত বিজ্ঞানের বায়রে এডভান্স সায়েন্স এর ভিত্তিও গল্প । একটি আবিষ্কার পুরো সমাজ ব্যবস্থার পরিবর্তন করে দেয়। ফলে মানুষের নিকট কৌশলগত দ্বায়বদ্ধতা,বাধ্যবাধকতা থাকে না। মানুষেরা সকল বেড়া জাল ছিন্ন করে সামনে এগিয়ে যায় অন্যরকম দিকে।
প্রথমে বান্দরবানের গহীণ অরণ্য,পদ্মা নদীর পাড়সহ গত এপ্রিল মাসে শুরু হয় জলকিরণ ছবির শুটিং। গেলো ৫ জুন মানিকগঞ্জের ফিল্ম ভ্যালি রিসোর্টে ইনডোর শুটিং এর মাধ্যমে শেষ হয় জলকিরণ। এখানে আরও অভিনয় করছেন আরমান পারভেজ মুরাদ,নওশাবা, রাশেদ মামুন অপু,এইচ আর হাবিব,সুমিত সেনগুপ্ত,সূবর্ণা মজুমদার, সঞ্চিতা দত্ত,শাহেলা আক্তার,আনোয়ার শাহী,সৌরভ ফারসিসহ অনেকে।
আইনিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে