বিনোদন ডেস্ক
জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই
শর্মিলী আহমেদ
বাংলা নাট্য জগৎতের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৮ জুলাই) সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অনেকদিন ধরেই তিনি অসুস্থ। আজ সকালে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মারা যান তিনি। ১৯৪৭ সালে জন্ম নেওয়া এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র চার বছর বয়স থেকে। ক্যারিয়ারের শুরুতে শর্মিলী আহমেদ ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।
- আইনিউজ এ আরও পড়ুন : মোশাররফ করিম এবার গ্যাংস্টার
পরবর্তীতে ছোট পর্দায় মা, দাদি কিংবা ভাবির চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেন। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও দেড়শ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এদিকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে গুণী অভিনেত্রী শর্মিলা আহমেদকে। এমন সিদ্ধান্তই জানিয়েছে তার পরিবার। শর্মিলী আহমেদের বোন অভিনেত্রী ওয়াহিদা মল্লিক জলি জানিয়েছেন, তার বোনের জানাজা জোহরের নামাজের পর অনুষ্ঠিত হবে রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টর মসজিদ প্রাঙ্গণে। এরপর তার মরদেহ রাখা হবে উত্তরার বাসায়। সেখানে ঘণ্টা দুয়েক রাখা হবে আত্মীয়-স্বজনদের দেখার জন্য।
- আরও পড়ুন : এন্ড্রু কিশোর: নক্ষত্র পতনের দুই বছর
বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে শর্মিলী আহমেদকে। স্বামী রকিবউদ্দিন আহমেদের কবরের পাশেই তাকে সমাহিত করা হবে বলে জানিয়েছেন বোন জলি। উল্লেখ্য, শর্মিলী আহমেদের আসল নাম মাজেদা মল্লিক। অনেকদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। শুক্রবার (৮ জুলাই) সকালে তার অবস্থার আশঙ্কাজনকভাবে অবনতি হয়। তাৎক্ষনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আইনিউজ/এসকেএস
কুরবানীর জন্য চা বাগানের গরু ক্রেতাদের আকর্ষণ
যে পানিতে মানুষের মল পড়ে, সে পানি খাচ্ছেন নারায়ণগঞ্জবাসী | Narayanganj | শীতলক্ষ্যা নদী | Eye News
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
কোরবানির গরু সরাসরি ওজনে বিক্রি করবেন বিক্রেতা
মৌলভীবাজারের যে সীমান্তে এক হাটে বাজার করে ভারত-বাংলাদেশের মানুষ | Eye News
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে