বিনোদন ডেস্ক
হলভর্তি মানুষের সামনে কেঁদে ভাসালেন বর্ষা
হলভর্তি মানুষের সামনে কেঁদে ভাসালেন অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। মঙ্গলবার সন্ধ্যায় তিনি গিয়েছিলেন রাজধানীর মধুমিতা সিনেমা হল পরিদর্শনে। সঙ্গে ছিলেন স্বামী অনন্ত জলিল। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন বর্ষা।
আসলে ঘটনা হচ্ছে, ঈদুল আজহা উপলক্ষে গত ১০ জুলাই দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত জলিল ও বর্ষা অভিনীত সিনেমা ‘দিন: দ্য ডে’। শত কোটি টাকা বাজেটের সিনেমাটির প্রযোজকও এই ব্যবসায়ী দম্পতি।
বর্ষার অভিযোগ, ‘দিন: দ্য ডে সিনেমা’সহ তাদেরকে কটাক্ষ করে কথা বলছেন অনেকে। এমনকি, তারকা দম্পতিকে খাটো করে নাকি সংবাদও প্রকাশ হয়েছে। মঙ্গলবার মধুমিতা সিনেমা হল পরিদর্শনে গিয়ে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সংবাদমাধ্যমের সামনে কেঁদে ফেলেন বর্ষা।
অভিনেত্রী বলেন, ‘একটা বিষয় খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, কে বা কারা জানি না, ইচ্ছাকৃতভাবে নেগেটিভ কথাবার্তা প্রচার করার চেষ্টা করছে। বিশেষ করে আমার সিনেমা বাদ দিয়ে ব্যক্তিগত স্বার্থে আমাদের ডাউন করার চেষ্টা করছে। খুব কষ্ট পেলাম। ভালো জিনিস কেন মানুষ প্রশংসা করতে পারে না?’
বর্ষা আরও বলেন, ‘আজকে যদি আমরা চলচ্চিত্র না বানাই, আমাদের কিছুই হবে না। আমরা তো চেষ্টা করছি ভালো একটা সিনেমা বানাতে। আমি জানি না, মানুষজন কেন মিথ্যা কথা রটাচ্ছে, নিউজ করাচ্ছে। অনেকেই বলছে, আমরা আমাদের গার্মেন্টসকর্মী এনে সিনেমা দেখাচ্ছি। এটা কীভাবে সম্ভব? সবাই তো দেশে গেছে ঈদ করতে। কীভাবে লোক পাব এখন, এটা কী হতে পারে?’
এর পরই বর্ষা কাঁদতে কাঁদতে অভিনয় ছাড়ার বার্তা দেন। বলেন, ‘আমরা নেত্রী: দ্য লিডার’ সিনেমাটির শুটিং করছি। হতে পারে এটা শেষ নাও করতে পারি। এটাই আমাদের জীবনের শেষ সিনেমা হতে পারে। এরপর আমরা আর সিনেমা করব না, যদি মানুষ এভাবে আমাদের গায়ের জোরে ছোট করার চেষ্টা করে।’
প্রসঙ্গত, অনন্ত-বর্ষা অভিনীত ‘দিন: দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলা চলচ্চিত্রের ইতিহাসের সবচেয়ে বড় বাজেটের সিনেমা এটি। এর শুটিং হয়েছে বাংলাদেশ, ইরান, তুরস্ক ও আফগানিস্তানে।
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে