বিনোদন ডেস্ক, আইনিউজ
ছেলেকে নিয়ে ‘সাদা সাদা কালা কালা’ গান গাইলেন চঞ্চল চৌধুরী
শুক্রবার (১৫ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাবা-ছেলের গাওয়া গানটি আপলোডও করেছেন চঞ্চল
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা “হাওয়া”র একটি গান। ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গানটি এরইমধ্যে ঝড় তোলেছেন শ্রোতাদের মাঝে। বলতে হবে, ‘সাদা সাদা কালা কালা’ গানটিই বর্তমানে মাত করছে বিনোদন পাড়া। সেই নিজের অভিনীত সিনেমার সেই গান ছেলেকে নিয়ে গাইবার লোভ এবার সামলাতে পারলেন না খোদ চঞ্চল চৌধুরীই। হারমোনিয়াম বাজিয়ে বাবা-ছেলে তাই কন্ঠ মিলিয়ে যুগলবন্দি করলেন ‘সাদা সাদা কালা কালা’ গান গেয়ে।
শুক্রবার (১৫ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সেই গানটি আপলোডও করেছেন চঞ্চল। চঞ্চল ভক্তরা লুফে নিয়েছেন ভিডিওটি।
বাবা-ছেলের গানের ভিডিওটি ফেসবুকে শেয়ার করে চঞ্চল ক্যাপশনে লিখেন- ২৯ জুলাই “হাওয়া” মুক্তি পাবে সিনেমা হলে। মেজবাউর রহমান সুমনের প্রথম সিনেমা হাওয়া…..এরই মধ্যে হাওয়া’র ট্রেইলার এবং পোস্টার সিনেমাপ্রেমী দর্শকদের কাছে যথেষ্ট প্রশংসিত হয়েছে এবং আশার সঞ্চার করেছে। “সাদা সাদা কালা কালা” গানটি সেই আশাতে দ্বিগুন গতি সঞ্চার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এই গানটির জয় জয়কার। আমার ছেলে শুদ্ধও আমার সাথে একটু চেষ্টা করলো গানটি গাইতে। এই গানটি তার অনেক পছন্দের……আর যাই হোক,বাবার সিনেমা বলে কথা।
বর্তমান সময়ে শ্রোতাদের মাঝে তুমুল জনপ্রিয় এই 'সাদা সাদা কালা কালা' গানটির গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। গেলো বছর ‘তোমায় আমি পাইতে পারি বাজি’ গানটি গেয়ে সামাজিক মাধ্যমে পরিচিতি পান হাশিম মাহমুদ। সেই গানেরও গীতিকার ও সুরকার ছিলেন তিনি নিজেই। ‘হাওয়া’ ছবির এই গানটিরও গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। এ গানটি তার গাওয়ার কথা থাকলেও অসুস্থ বলে গানটি তিনি ার গাইতে পারেননি। গেয়েছেন এরফান মৃধা শিবলু নামের এক শিল্পী।
‘তোমায় আমি পাইতে পারি বাজি’ গানটি খালি গলায় গেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন হাশিম মাহমুদ। মানুষ দেদারসে শেয়ার করছিলেন গানটির ভিডিও। সেই ভিডিওতে দেখা যায় উস্কোখুস্কো ও এলোমেলো দাড়িওয়ালা একজন বৃদ্ধ লোক গাইছিলেন। কোনো বাদ্যযন্ত্রের তালে নয়। একেবারে খালি গলায় গাইছিলেন। পরে জানা যায়, বৃদ্ধের নাম হাশিম মাহমুদ।
- হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে ফেরদৌস ওয়াহিদ
- অনন্ত জলিলকে ইমম্যাচিউর বললেন কেন পরীমণি
- অবিকল ইন্দিরা গান্ধীর লুকে কঙ্গনা রানাউত
আইনিউজ/এইচএ
আইনিউজ ভিডিও
নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী
মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে