বিনোদন ডেস্ক, আইনিউজ
ভূপেন্দর সিং আর নেই, ইতি ঘটলো এক সোনালি অধ্যায়ের
কিংবদন্তী সংগীতশিল্পী ও গজল গায়ক ভূপিন্দর সিং
ভূলোক ছেড়ে সুরের মানুষটি যেন চলে গেছেন সুরালোকে। ভারতের কিংবদন্তী সংগীতশিল্পী ও গজল গায়ক ভূপিন্দর সিং পৃথিবীতে তাঁর শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ছিন্ন করেছেন এ জগতের সাথে সকল বন্ধন। সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় ভারতের মোম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর জীবনলীলার ইতি ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
শেষকালে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান এই সংগীতজ্ঞ। বিভিন্ন রোগের সাথে মূত্রনালীর সংক্রমণটাও ঝেঁকে ধরেছিলো। এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসা চলছিল শিল্পীর। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।
ভূপিন্দর সিংয়ের স্ত্রী বাংলাদেশের আরেক সুগায়িকা মিতালি মুখার্জী। তিনি মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে সংবাদমাধ্যমে জানান, ৮ থেকে ১০ দিন মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মূত্রে সংক্রমণ ধরা পড়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর করোনা পজিটিভ রিপোর্ট পজিটিভ এসেছিল। সম্ভবত কোলন ক্যানসারেও ভুগছিলেন শিল্পী। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিটে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৪০ সালে পঞ্জাবের অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন ভূপিন্দর সিং। পাঁচ দশকের দীর্ঘ ক্যারিয়ারে গায়ন রীতি ও কণ্ঠের মাদকতায় ছিলেন আলাদা। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। ‘থোড়ি সি জামিন থোড়া আসমান’, ‘দিল ডুন্ডা হ্যা’, ‘নাম গুম জায়েগা’র মতো গান দিয়ে মাত করেছেন শ্রোতাদের।
আশির দশকে সংগীতশিল্পী মিতালি মুখার্জিকে বিয়ে করেন তিনি। মিতালীর সঙ্গে ডুয়েটেও গেয়েছেন কয়েকটি গান। তাদের গাওয়া ‘যেটুকু সময় তুমি থাক পাশে’ গানটি বাংলাভাষাভাষী শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়।
তাছাড়া আশির দশকে ভূপেন্দর সিং এর গাওয়া 'এক একেলা ইস শহর ম্যা' গানটিও সেসময় দর্শকমহলে তুমুল জনরপিয়তা পায়। অসংখ্য সিনেমার প্লে বেক করে গেছেন তিনি। যা হয়তো আগামীতে আরও বহুবছর দিশা দেখিয়ে যাবে ভারতীয় সঙ্গীতের বহমান স্রোতটুকুকে।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে কেমন চলছে রেলওয়ে সেবা, মিলছে কী টিকেট?
লাউয়াছড়ার ভেতর দিয়ে ট্রেন, যেভাবে উপভোগ করে পর্যটকরা
সড়কের দু`পাশে ফুটেছে আগুন রাঙ্গা ফুল | নতুন দর্শনীয় স্থান | Beautiful places | Flowers || Eye News
রাস্তায় অবৈধভাবে সিএনজি-কার-মোটরসাইকেল পার্কিং করলেই আইনগত ব্যবস্থা | Moulvibazar | Eye News
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে