বিনোদন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল রণবীর সিং-এর নগ্ন ছবি
সম্প্রতি ‘পেপার ম্যাগাজিন’-এর ফটোশুটে অংশ নিয়েছেন রণবীর সিং। এতে তাকে সম্পূর্ণ নগ্নভাবে দেখা গেছে।
সিনেমা নিয়ে আলোচনায় ছিলেন রণবীর সিং। আলোচনায় আসেন দীপিকা পাড়ুকোনকে বিয়ে করেও। এবার এই রণবীর নগ্ন হয়ে ক্যামেরাবন্দি এলেন আলোচনায়।
সম্প্রতি ‘পেপার ম্যাগাজিন’-এর ফটোশুটে অংশ নিয়েছেন রণবীর সিং। এতে তাকে সম্পূর্ণ নগ্নভাবে দেখা গেছে। তবে এ নিয়ে কোনো সংকোচ নেই তার। এই নায়কের ভাষায়, ‘শারীরিকভাবে নগ্ন হয়ে যাওয়াটা আমার কাছে খুব সহজ। আমি হাজার হাজার মানুষের সামনে নগ্ন হতে পারি। আমার কিছু যায় আসে না। তবে বাকিরা অস্বস্তিতে পড়বেন।’
পেপার ম্যাগাজিনে রণবীর সিং এর ফটোশুট
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল রণবীর সিংয়ের নগ্ন ছবি। একটি ছবিতে তাকে আধাশোয়া অবস্থায় দেখা গেছে। অন্যটিতে উপুর হয়ে আছেন। নেটিজেনদের মাঝে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। অনেকেই ধারণা করছেন, বিখ্যাত মার্কিন অভিনেতা বার্ট রেনল্ডসকে শ্রদ্ধা জানিয়ে আধবসা হওয়ার পোজটি দিয়েছেন ‘বাজিরাও মাস্তানি’ সিনেমাখ্যাত এই অভিনেতা।
সিনেমায় অভিনয়ের দিক থেকে গত মে মাসে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের ‘জয়েসভাই জোরদার’। বক্স অফিসে খুব বেশি সুবিধা করতে পারেনি এটি। ‘সার্কাস’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় দেখা যাবে এই অভিনেতাকে।
আইনিউজ/এসডি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে