Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ২২ জুলাই ২০২২

পূর্ণিমা ছিলেন বাপ্পি চৌধুরীরও ক্রাশ

চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর সাথে পূর্ণিমা। ফাইল ছবি

চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর সাথে পূর্ণিমা। ফাইল ছবি

দিলারা হানিফ রীতা, অভিনয়জগতে যার পূর্ণিমা নামে বিশাল পরিচিতি। দেশের ছোট-বড় সকলেরই পছন্দের অভিনেত্রী চিত্রনায়িকা পূর্ণিমা। নিজের রূপ-সৌন্দর্য দিয়ে তিনি যেন কয়েক দশক থেকে থামিয়ে রেখে দিয়েছেন বয়সকে, এখনও তার চেহারা গ্লো করছে তরুণীদের মতোই।

পূর্ণিমা টিভির স্ক্রিনে নায়িকা হিসেবে নেই বেশ লম্বা সময় থেকে, তবে সোশ্যাল মিডিয়ায় তার সরব উপস্থিতি। মেধাবী এই চিত্রনায়িকার সৌন্দর্যে মুগ্ধ এই প্রজন্মের কিশোর-তরুণরাও। সম্প্রতি বিয়ে করেছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তার বিয়ের কথা সোশ্যাল মিডিয়ায় জানাজানি হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে, তাকে অভিনন্দন জানিয়েছেন যতো মানুষ, তার থেকে বেশি কিশোর-তরুণ-যুবকরা ফেটে পড়ছেন দুঃখে। তাঁরা পূর্ণিমাকে বিবাহিত হিসেবে দেখতেই পারছেন না যেন, পূর্ণিমা ছিলেন ভালোবাসার মানুষ বা 'ক্রাশ'।

স্বামীর সাথে চিত্রনায়িকা পূর্ণিমা

পূর্ণিমাকে ক্রাশ হিসেবে হৃদয়ে রাখা মানুষের তালিকা অনেক দীর্ঘ। পূর্ণিমার ওপর 'ক্রাশ খাওয়া' মানুষের তালিকায় আছেন অনেক সেলিব্রেটিরাও। এবার পূর্ণিমাকে নিজের ক্রাশ বলে স্বীকার করে নিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরীও। গত বছর তাই পূর্ণিমার জন্মদিনে শুভ কামনা জানিয়ে ফেসবুকেই পূর্ণিমাকে মনের কথাগুলো লিখে জানিয়েছিলেন। সেখানে বাপ্পি লিখেছিলেন, 'আপনি আমার ক্রাশ। এ জন্য এখনো বিয়ে না করে আপনার জন্য অপেক্ষা করছি।'

বৃহস্পতিবার রাতে পূর্ণিমার বিয়ের খবর এলে মন খারাপ হয় বাপ্পির। কিছুটা মর্মাহতও হোন। নতুন বরের সঙ্গে পূর্ণিমার বিয়ের ছবিটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে কণ্ঠশিল্পী আসিফ আকবরের 'ও প্রিয়া তুমি কোথায়' গানের কয়েক লাইন তুলে দিয়েছেন। 

নিজের রূপ-সৌন্দর্য দিয়ে পূর্ণিমা যেন কয়েক দশক থেকে থামিয়ে রেখে দিয়েছেন বয়সকে, এখনও তার চেহারা গ্লো করছে তরুণীদের মতোই।

পূর্ণিমা গত ২৭ মে  একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন। বিয়ের খবর প্রকাশ করেন গতকাল। পূর্ণিমা জানান, কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেওয়া-নেওয়া এবং বিয়ে। 

পূর্ণিমা নায়ক বাপ্পির বেশ পছন্দের একজন মানুষ। বয়সে এবং ক্যারিয়ারে বাপ্পির চেয়ে বেশ সিনিয়র পূর্ণিমা। তাই অনেকটা মজার ছলেই তাকে পছন্দের কথা জানান এই নায়ক।  বাপ্পি বলেন, 'আরে পূর্ণিমা হচ্ছেন আমাদের আপু। অভিনেত্রী এবং ব্যক্তি হিসেবে তাকে আমার খুবই পছন্দ। তিনি নিজের সৌন্দর্য কত সুন্দরভাবে মেইনটেইন করছেন- বিষয়টি আমার খুবই ভালো লাগে। অনেকের মতো সত্যি সত্যিই পূর্ণিমা আপু আমার ক্রাশ। '

পূর্ণিমার এটি দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। তিন বছর আগে তার সঙ্গে বিচ্ছেদ হয়।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়