Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:১৯, ২২ জুলাই ২০২২

রণবীরের নগ্ন ছবিতে মিমির অন্যরকম প্রতিক্রিয়া

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রণবীর সিং-এর একটি ন্যুড ফোটোশ্যুট। গায়ে একটা সুতোও নেই নায়কের। পেপার ম্যাগাজিনের কভার শ্যুট নিয়ে এখন চর্চা চারদিকে। অনেকেই এই ছবি দেখে মন্তব্য করেছেন ‘আগুন’! কেউ কেউ রণবীরকে ‘সাহসী’ও বলেছেন। আর নেট-নাগরিকদের কাছ থেকে আসা সেই প্রতিক্রিয়া নিয়েই প্রশ্ন তুললেন টলিউড নায়িকা মিমি চক্রবর্তী।

বৃহস্পতিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন মিমি। ইনস্টা স্টোরিতে রণবীরের ছবির সঙ্গে ক্যাপশনে লিখলেন, ‘ইন্টারনেট এই ছবির তলায় আগুন লিখতে ভেঙে পড়েছে। মনে প্রশ্ন জাগছে যদি এখানে একজন নারী থাকত, তাহলে কি পরিস্থিতি আলাদা হত? আপনারা কি একইভাবে প্রশংসা করতেন নাকি নোংরা মেয়ে বলতেন? আমরা সমান অধিকারের কথা বলি, নারীদের ক্ষমতায়নের কথা বলি, কিন্তু সেটা করি কি?’

পেপার ম্যাগাজিনে রণবীর সিং এর ফটোশুট

মিমির এই পোস্টের সঙ্গে সহমত হবেন হয়তো অনেকেই! এই যেমন কিছুদিন আগেই ললিত মোদীর সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্কের কথা আসতেই, তাকে ‘গোল্ড ডিগার’-এর নাম দিয়ে ফেলেছে সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ। মানে টাকার জন্যই নাকি তিনি এই সম্পর্কে জড়িয়েছেন। এরকমই পোশাকের জন্য বারবার চরিত্র নিয়ে কথা ওঠে নায়িকাদের। একাধিক বিয়ে নিয়ে কটাক্ষ হয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর নামে।

রণবীরের এই ভাইরাল ছবির প্রসঙ্গে বলতে গেলে, তুর্কিশ কার্পেটের ওপর শুয়ে আছেন তিনি। গায়ে কিছু না থাকলেও খুব সুন্দরভাবে ঢেকে রেখেছেন নিজের গোপনাঙ্গ। মার্কিন পপ কালচারের আইকন বার্ট রেনল্ডসের কায়দায় পোজ দিয়েছেন। সঙ্গে অভিনেতা জানিয়েছেন, ‘ক্যামেরার সামনে শারীরক ভাবে নগ্ন হওয়া আমার কাছে আহামরি কিছু না। কিন্তু আমার কিছু কাজের মাধ্যমে আমি আমার আত্মাকে পর্যন্ত নগ্ন করে দর্শকের সামনে হাজির করিয়েছি। ওটাকেই আসলে নগ্ন হওয়া বলে। আমার কাজের খাতিরে আমি বারবার নগ্ন হতে রাজি। আমার কিচ্ছু যায় আসে না। আসলে সামনে থাকা মানুষগুলোই অপ্রস্তুত হয়ে পড়বে’।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়