Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫১, ৩ আগস্ট ২০২২
আপডেট: ১০:৫০, ৪ আগস্ট ২০২২

মৌলভীবাজারে

প্রয়াণ দিবসে গানে গানে কবিগুরুকে স্মরণ করবে মৌলভীবাজার

সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হবে আয়োজনের মূল আনুষ্ঠানিকতা

সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হবে আয়োজনের মূল আনুষ্ঠানিকতা

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস আগামী ৭ আগস্ট (শনিবার)। দিবসটিকে কেন্দ্র করে রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে মৌলভীবাজারের দুই সাংস্কৃতিক সংগঠন 'আলোকধারা' ও 'সুরের ভেলা'।

আগামী শুক্রবার (৫ আগস্ট) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসের একদিন আগে রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে সংগঠন দুইটি। মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শুরু হবে সঙ্গীতের এই আয়োজন।

অনুষ্ঠানের আয়োজক ও সুরের ভেলা সংগঠনের সভাপতি রণজিৎ দত্ত জনি আইনিউজকে এ তথ্য জানিয়েছেন।

রণজিৎ দত্ত জনি আইনিউজকে বলেন, কবিগুরুর প্রয়াণ দিবসে তাকে গানে গানে স্মরণ করে নিতে আমাদের এ রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যার আয়োজন। আয়োজনে গান করবেন কোলকাতার বিখ্যাত রবীন্দ্র সঙ্গীতশিল্পী শ্রেয়া গুহঠাকুরতা এবং সঙ্গীত শিল্পী নুরুল ইসলাম, যুক্তরাজ্য। তারা দুজনই মূলত এদিন গান পরিবেশন করবেন।

তিনি বলেন, মহামারি প্রাদুর্ভাবের পর আমাদের (মৌলভীবাজার) শহরে ভালো কোনো অনুষ্ঠান হয়নি, তাছাড়া এই সময়ে মানুষ তেমন একটা বের হতেও পারেন নি। শহরের সঙ্গীতপ্রিয় মানুষদের এই দমবদ্ধ অবস্থা কাটিয়ে তোলতেই আমাদের এ আয়োজন। আশা করি সবাই আমাদের আসন্ন অনুষ্ঠান উপভোগ করবেন।

জনি জানান, শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হবে আয়োজনের মূল আনুষ্ঠানিকতা। এদিন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও পুলিশ সুপার মো. জাকারিয়ার প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেবারও কথা রয়েছে।

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়