নিজস্ব প্রতিবেদক
হিরো আলমকে ‘টিউনলেস’ বাংলাদেশি স্টার বললো আরব নিউজ
আরব নিউজের প্রতিবেদনে হিরো আলমকে টিউনলেস স্টার বলে তোলে ধরেছে
সম্প্রতি হাওয়া সিনেমার ব্যাপার নিয়ে সিনেমাপাড়া সরগরম থাকলেও বিনোদন পাড়ায় আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে সোশ্যাল মিডিয়ায় সুরে-বেসুরে গান গেয়ে ভাইরাল হওয়া হিরো আলম। এবার আলোচিত হিরো আলম ঠাই করে নিয়েছেন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও। হিরো আলমকে ‘টিউনলেস’ বাংলাদেশি স্টার বলে প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি আরবের সংবাদমাধ্যম ‘আরব নিউজ’।
বৃহস্পতিবার প্রকাশ হওয়া ওই প্রতিবেদনের শিরোনাম ‘পুলিশের তোপের মুখে টিউনলেস বাংলাদেশি সোশ্যাল মিডিয়া স্টার’। প্রতিবেদনে পুলিশের কাছে হিরো আলমের মুচলেকা দেওয়ার বিষয়টি তুলে ধরেছেব আরব নিউজ।
হিরো আলমের বিপুল সংখ্যক ফলোয়ারের বিষয়টি উল্লেখ করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, বেসুরো বাংলাদেশি গায়ককে পুলিশ তুলে নিয়ে গিয়ে ক্ল্যাসিকাল গানের বেদনাদায়ক উপস্থাপনা বন্ধ করতে বলেন। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভের জন্ম দেয়।
ওই প্রতিবেদনে আরও বলা হয়। বগুড়ায় জনপ্রিয়তা পাওয়ার পরই আশরাফুল আলম তার নামের সঙ্গে ‘হিরো’ শব্দটি যোগ করে হিরো আলম নামধারণ করেন।
মিউজিক ভিডিও ও সিনেমায় অভিনয়ের পাশাপাশি বহুদিন ধরে বিভিন্ন শিল্পীর গান নিজের কণ্ঠে গেয়েও ভাইরাল হিরো আলম। সম্প্রতি তিনি বিতর্কে জড়ান রবীন্দ্র-নজরুলসংগীত গেয়ে। এসব সংগীতকে বিকৃত করে গাওয়ার অভিযোগে তার নামে আইনি নোটিশ পাঠান এক আইনজীবী।
এছাড়া চিত্রনায়িকা পরীমনি এবং মডেল পিয়াসা ও মৌকে ব্যঙ্গ করে গান গাওয়ার অভিযোগও ওঠে হিরো আলমের নামে। এসব অভিযোগের প্রেক্ষিতে স্বঘোষিত এই হিরোকে সম্প্রতি ডেকে পাঠায় ডিবি পুলিশ। সেখানে তাকে বিকৃত করে রবীন্দ্র-নজরুলসংগীত না গাওয়ার জন্য বলা হয়।
এছাড়া হিরো আলমের নাম থেকে ‘হিরো’ শব্দটি বাদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয় ডিবি কার্যালয় থেকে। একইসঙ্গে তাকে দিতে হয় মুচলেকা। হিরো আলম পরে বিভিন্ন সাক্ষাৎকারে জানান যে, তিনি আর রবীন্দ্র বা নজরুলসংগীত গাইবেন না। যেহেতু এটা নিয়ে সবখানে সমালোচনা।
পাশাপাশি হিরো আলম সাফ সাফ এটাও জানান, তিনি তার নাম পরিবর্তন করবেন না। কারণ, নিজেকে তিনি একজন হিরোই মনে করেন। তার কথায়, ‘এই নামটি নিয়ে তো কারও কোনো আপত্তি নাই। তাহলে আমি নাম পাল্টাতে যাবো কেন। আমি কখনোই নাম পাল্টাবো না।’
- আরও পড়ুন- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- আরও পড়ুন- হিরো আলমকে নিয়ে আরব নিউজের প্রতিবেদন
আইনিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে