বিনোদন প্রতিবেদক
আপডেট: ২০:৫৪, ২৮ আগস্ট ২০২২
`হাওয়া` সিনেমার মামলা প্রত্যাহারের উদ্যোগ
`হাওয়া` সিনেমার পোস্টার এবং ইনসার্টে পরিচালক মেজবাউর রহমান সুমন।
'হাওয়া' সিনেমার বিষয়ে বন বিভাগের দায়েরকৃত মামলাটি সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর আই নিউজকে জানান- বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অবগত না থাকার বিষয়টি উল্লেখ করে 'হাওয়া' সিনেমার পরিচালক আপোষ নিষ্পত্তি করার আবেদন করেন। তাঁর আবেদনের প্রেক্ষিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের দায়েরকৃত মামলাটি সমঝোতার ভিত্তিতে প্রত্যাহারের উদ্যোগ নেয়া হয়েছে।
দীপংকর বর জানান- বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ৪৩ মোতাবেক মামলাটি আপোষযোগ্য হওয়ায় ফৌজদারি কার্যবিধির ২৪৮ ধারা মোতাবেক রোববার (২৮ আগস্ট) বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আদালত মামলা প্রত্যাহারের আবেদনের বিষয়টি গ্রহণপূর্বক শুনেছেন।পরবর্তী তারিখে রায় ঘোষণার জন্য ধার্য করেছেন।
- আরও পড়ুন : অনলাইন ইনকাম ২০২২ | অনলাইনে আয় | Eye News
উল্লেখ্য- গত ২৯ জুলাই ‘হাওয়া’ চলচ্চিত্র মুক্তি পায়। মুক্তির পর জানা যায়, এই চলচ্চিত্রে একটি পাখিকে হত্যা করে চিবিয়ে খেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
এ নিয়ে পরিবেশবিদ ও বন্যপ্রাণ প্রেমীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। মুক্তিপ্রাপ্ত সিনেমা 'হাওয়া'র পরিচালক মেজবাউর রহমান সুমনের নামে মামলা করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। গত ১৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করা হয়।
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়। বন্যপ্রাণী পরিদর্শক নারগিস সুলতানা মামলায় বাদী হয়েছেন। সাক্ষী করা হয়েছে তদন্ত কমিটিতে কাজ করা অপর তিন সদস্য। তারা হলেন- আব্দুল্লাহ আস সাদিক, অসীম মল্লিক ও রথিন্দ্র কুমার বিশ্বাসকে।
আইনিউজ/এইচকে
আই নিউজ ভিডিও
চা শ্রমিক মা কিভাবে ছেলেকে পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুনুন সেই সংগ্রামের গল্প
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে