বিনোদন ডেস্ক, আইনিউজ
চলে গেলেন বিশ্বখ্যাত ফরাসি চলচ্চিত্র নির্মাতা জ্যঁ-লুক গদার
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর
কিংবদন্তি ফরাসি চলচ্চিত্র নির্মাতা জ্যঁ-লুক গদার মারা গেছেন। াজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ৯১ বছর বয়সে মারা যান এই বিস্ময় প্রতিভাধর শিল্পী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি সংবাদমাধ্যম লিবারেশন।
পরিবারে গদারের জন্ম ১৯৩০ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর ফ্রান্সের ফ্রাঙ্কো-সুইস । জন্মের চার বছরের মাথায় পুরো পরিবার সুইজারল্যান্ডে চলে যায়। সেখানেই শুরু হয় গদারের প্রাথমিক শিক্ষাজীবন। এরপর ১৯৪৬ খ্রিস্টাব্দে তিনি প্যারিসে ফিরে ঐতিহ্যবাহী লিসি বুফোন স্কুলে ভর্তি হন।
এসময় প্যারিসের বেশ কয়েকটি সিনেমার ক্লাবে তার অবাধ যাতায়াত শুরু হয়। এসব জায়গায় ঘুরতে ঘুরতে তার পরিচয় হয় জ্যাকুয়েস রিভেটি, ক্লদ শ্যাব্রল, ফ্রাঁসোয়া ত্রুফো প্রমুখ চলচ্চিত্রপ্রেমীদের সঙ্গে। আর সে সুবাদে চলচ্চিত্র সমালোচক হিসেবে নাম লেখান গদার। প্রকাশ করেন চলচ্চিত্র পত্রিকা গ্যাজেট দ্যু সিনেমা।
এরপর ১৯৫২ সালে সুইজারল্যান্ডে ফিরে যান গদার। সেখানে তিনি একটি বাঁধে নির্মাণ শ্রমিকের কাজ নেন। এই কাজ করার সময়ই বাঁধটি নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণের চিন্তা তার মাথায় আসে। সে অনুযায়ী ৩৫ মিমিতে তিনি নির্মাণ করেন অপারেশন কনক্রিট। এরপর একে একে অল দ্য বয়েস আর কলড প্যাট্রিক (১৯৫৭), চার্লট অ্যাট সান জুলস (১৯৫৮) ইত্যাদি।
গদারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ব্রেথলেস (১৯৬০)। এই ছবিটিই তাকে দুনিয়াজোড়া খ্যাতি এনে দেয় এবং ব্রেথলেসকে ধরা হয় নবতরঙ্গের একটি উৎকৃষ্ট উদাহরণ।
গদারের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে-
দ্য লিটল সোলজার (১৯৬০), অ্যা উইম্যান ইজ অ্যা উইম্যান (১৯৬১), মাই লাইফ টু লিভ (১৯৬৩), কনটেম্পট (১৯৬৩), অ্যা মেরিড উইম্যান (১৯৬৪), পিয়েরে ল্য ফু (১৯৬৫), মেইড ইন ইউ. এস. এ (১৯৬৬), উইক অ্যান্ড (১৯৬৭), নিউ ওয়েভ (১৯৯০), জেএলজি/জেএলজি (১৯৯৪), গুডবাই টু ল্যাঙ্গুয়েজ (২০১৪) প্রভৃতি।
পেয়েও অস্কার নেন নি জ্যঁ-লুক গদার
২০১০ সালে ফরাসি চলচ্চিত্রে অবদান রাখার জন্য বিশেষ অস্কার পান গদার। কিন্তু তিনি গ্রহাণ করতে অস্বীকৃতি জানান। তবে ঠিক কি কারণে তিনি অস্কার নেননি তা পরিষ্কার নয়। অনেকের মতে, মূল অস্কার অনুষ্ঠানে আমন্ত্রিত না হওয়ায় তিনি যেতে রাজি হননি। আবার অনেকে মনে করছেন, সবসময় হলিউডের সমালোচনা করা গদার অস্কারে না যাওয়াটাই স্বাভাবিক।
২০১৮ সালে ৭১তম কান চলচ্চিত্র উৎসবে গদারকে বিশেষ পাম দ’র দেওয়া হয়। ‘দ্য ইমেজ বুক’ সিনেমার জন্য তাকে সম্মানিত করেছিলো উৎসব কর্তৃপক্ষ।
গদারের চলচ্চিত্র অনেক বিখ্যাত পরিচালকদের অনুপ্রাণিত করেছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মার্টিন স্কোরসিসি, কোয়েন্টিন টারান্টিনো, ব্রায়ান ডি পালমা, স্টিভেন সোডারবার্গ, ডি. এ. পেনবেকার, রবার্ট অল্টম্যান, জিম জারমুশ, ভিম ভেন্ডার্স, বেরনার্দো বেরতোলুচ্চি ও পিয়ের পাওলো পাসোলিনি।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে