বিনোদন ডেস্ক
বুবলীকে ছেড়ে দিচ্ছেন শাকিব খান?
![অভিনেত্রী বুবলী ও শাকিব খান। ফাইল ছবি অভিনেত্রী বুবলী ও শাকিব খান। ফাইল ছবি](https://www.eyenews.news/media/imgAll/2021April/shakib-khan-buboli-binOdoner-khobor-eyenews-2211291731.jpg)
অভিনেত্রী বুবলী ও শাকিব খান। ফাইল ছবি
শাকিব খানের দ্বিতীয় স্ত্রী বুবলী তাদের ছেলেকে নিয়ে মিডিয়ার সামনে আসার পর থেকেই বুবলীর সাথে শাকিবের সম্পর্ক খারাপ হয়ে গেছে এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের বিনোদন পাড়ায় চাউর হয়ে গেছে। অপু বিশ্বাসও কথাবার্তায় ইঙ্গিত দিয়েছেন- শাকিব খানের সাথে এখন আর কোন যোগাযোগ বুবলীর।
অভিনেতা শাকিব খানের সঙ্গে প্রেম, বিয়ে ও সন্তান নিয়ে ভক্তদের ইতিবাচক বার্তা দিলেও বুবলীর সে বার্তা আর ইতিবাচক থাকছে না। শাকিবের সঙ্গে টানাপড়েন গোপন রাখতে চাইলেও পারা যায়নি।
গত ২০ নভেম্বর বুবলী জন্মদিন উপলক্ষে একটি হীরার নাকফুল নিয়ে আলোচনায় তিনি। পুরো বিষয়টি নিয়ে শাকিব খান প্রথমে চুপ থাকলেও পরে স্পষ্ট ভাষায় জানিয়েছেন- বুবলীর সঙ্গে তার কোনো যোগাযোগই নেই; হীরার নাকফুলের কথাও সত্য নয়। এমনকি অপুর মতো বুবলীকেও নিজের অতীত বলে মন্তব্য করেছেন শাকিব খান।
যদিও এসব পরিষ্কার করতে গিয়ে বুবলী সংবাদ সম্মেলন আহ্বান করেও তা করেন নি। বরং এড়িয়ে চলছেন সাংবাদিকদের। বুবলী মনে করছেন, তৃতীয় কারো চাপে পড়ে শাকিব তার কাছ থেকে দূরে সরে যেতে চাচ্ছেন।
এর পরই তিনি সন্তান শেহজাদ খান বীরের ভবিষ্যতের কথা ভেবে এবার সবার সামনে মুখ খুলবেন বলে জানান। যেকোনো সময় সংবাদ সম্মেলন করবেন। কিন্তু সাংবাদিকদেরই এড়িয়ে চলছেন তিনি। তাহলে কোথায় যাবেন বুবলী?
শুক্রবার ‘নাকফুল’ ইস্যুতে কথা বলতে গণমাধ্যমকর্মীরা হাজির হয় বুবলীর শুটিং স্পটে। জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া : দ্য লাভ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন বুবলী। তবে শট শেষ করেই বুবলী ঢুকে যান মেকআপ রুমে। বলা যায়, ক্যামেরা এড়াতেই দ্রুত মেকআপ রুমে প্রবেশ করেন বুবলী।
২০১৮ সালের ফেব্রুয়ারিতে অপু বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর একই বছরের ২০ জুলাই বুবলীকে বিয়ে করেন শাকিব খান। কিন্তু বিয়ের কথা গোপন রাখেন দুজন। এই গোপনীয়তার মধ্যেই ২০২০ সালের ২১ মার্চ বুবলী মা হন।
এ তথ্য প্রকাশ্যে আনেন বুবলী চলতি বছরের অক্টোবরে। এর পর থেকেই দুজনের মধ্যে দূরত্ব প্রকাশ্যে আসে। এখন দুজন আলাদা ছাদের নিচে থাকছেন। প্রশ্ন ওঠছে শাকিব খান বুবলীর সম্পর্ক তাহলে থাকছে না?
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ