বিনোদন ডেস্ক
আশা দিয়েও দিঘীকে নিরাশ করছেন তরুণ পরিচালকরা
![বাংলাদেশী অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। ছবি- সংগৃহীত বাংলাদেশী অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। ছবি- সংগৃহীত](https://www.eyenews.news/media/imgAll/2021April/prarthona-fardin-dighi-about-suranga-cinema-raihan-rafi-toma-mirza-eyenews-2212141345.jpg)
বাংলাদেশী অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। ছবি- সংগৃহীত
পেশাগত জীবনে রাজনীতির শিকারের অভিযোগ একসময়ের জনপ্রিয় শিশু অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির। সদ্যই নাম লিখিয়েছেন ঢাকাই সিনেমায়। কিন্তু এখনো পোক্ত কোনো অবস্থান গড়ে নিতে পারেন নি এই উদীয়মান দেশি অভিনেত্রী। এবার গণমাধ্যমকে জানালেন, সিনেমার কাজের আশা দিয়েও তাকে নিরাশ করেছেন পরিচালক। নিয়েছেন অন্য অভিনেত্রীকে।
বিষয়টি নিয়ে বিস্তারিত জানার জন্য তার সঙ্গে যোগাযোগ করা হলে ক্যারিয়ারের ক্ষতি হওয়ার শঙ্কায় তেমন কিছুই বলেননি দিঘী। তবে দীঘির ঘনিষ্ঠ এক ব্যক্তির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, রায়হান রাফীর নির্মিতব্য একটি সিনেমা থেকে হুট করে দীঘির বদলে অন্য নায়িকাকে নিয়েছেন।
ওই ব্যক্তি বলেন, আমি নিশ্চিত করে আপনাকে বলছি যে, ‘সুড়ঙ্গ’ ছবির ব্যাপারে রায়হান রাফীই যোগাযোগ করেছিলেন দীঘির সঙ্গে। জানিয়েছিলেন নিশোর বিপরীতে এ ছবিতে তাকে কাস্ট করা হবে। পরে ছবিটির ব্যাপারে দুইবার দীঘি ও রাফী মুখোমুখি বসেন এবং একাধিকবার বিষয়টি নিয়ে মুঠোফোনে কথা হয় তাদের।
তিনি আরো বলেন, একজন অভিনয়শিল্পীকে যতটা স্বপ্ন দেখানো প্রয়োজন তার সবগুলোই যত্ন সহকারে দীঘিকে দেখিয়েছিলেন রাফী। ছবির গল্প শুনিয়েছিলেন। তিনি দীঘিকে নিয়মিত নির্দেশনা দিয়েছিলেন। বলেছিলেন, এ চরিত্রটার জন্য তোমার নিজেকে ভাঙতে হবে, প্রস্তুত হতে পরিশ্রম করতে হবে।
পরিচালক রাফীর কথামতো মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছিলেন তিনি। গল্প অনুযায়ী তৈরি হচ্ছিলেন। এরপর বেশকিছুদিন ছবিটি নিয়ে আর কথা হয়নি রাফী-দীঘির। দীঘি ভেবেছিলেন হয়তো রাফী ব্যস্ত আছেন। সেকারণেই কথা হচ্ছে না। ছবি সম্পর্কিত ব্যাপারে সময়মতো ঠিকই কথা হবে। কিন্তু সেই সময় আর ধরা দেয়নি দীঘির হাতে। এরইমধ্যে ‘সুড়ঙ্গ’ সিনেমার ঘোষণা দেন রাফী। সেখানে জানান, নিশোর বিপরীতে অভিনয় করবেন তমা মির্জা।
গণমাধ্যমে খবরটি পড়ে দীঘি অবাক হন বলে জানান সেই ঘনিষ্ঠজন। তিনি বলেন, রাফী ‘সুড়ঙ্গ’ সিনেমায় দীঘিকেই সাইনিং করাবেন বলে নিশ্চিত করেছিলেন। কিন্তু হঠাৎ সেখানে অন্য নায়িকার নাম দেখে দীঘি অবাক হন। যোগাযোগ করেন রাফীর সঙ্গে। এ সময় রাফী তার পরবর্তী ছবিতে দীঘির জন্য ভালো একটি চরিত্র রেখেছেন বলে জানান। সেইসঙ্গে সাইনিংয়ের আশ্বাসের ব্যাপারটি বেমালুম অস্বীকার করেন।
রাফী-তমা মির্জার প্রেমের বিষয়টি এখন ওপেন সিক্রেট। তারা অস্বীকার করলেও তা কেউ আমলে নেন না। যেকোনো জায়গায় কাছের মানুষের প্রধান্য থাকে। তমার যুক্ত হওয়ার ক্ষেত্রে সেরকম হওয়াটা অমূলক নয় বলে মনে করেন দীঘি, জানালেন সেই ঘনিষ্ঠজন।
শুধু রাফী নয় সম্প্রতি একাধিক তরুণ নির্মাতা দীঘির সঙ্গে একই আচরণ করেছেন বলে জানা গেছে। এতে এ অভিনেত্রী বেশ হতাশ। সবচেয়ে তাকে আঘাত দিয়েছে ‘সুড়ঙ্গ’ সিনেমার ঘটনা। এ থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন সাইনিংয়ের আগে কোনো কাজ নিয়েই স্বপ্ন দেখবেন না।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- প্রিন্স মামুন এবং লায়লার বিচ্ছেদ