বিনোদন ডেস্ক
সৃজিতের পদাতিকে হুবুহু মৃণাল সেন হয়ে আসবেন চঞ্চল চৌধুরী
বাঁয়ে মৃণাল সেনের একটি ছবি, ডানে তাঁর ভূমিকায় অভিনয় করা চঞ্চল চৌধুরী। ছবি- সংগৃহীত
মনপুরা-আয়নাবাজি সিনেমা দিয়ে বাঙালী সিনেমা ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এরপর হাওয়া, কারাগার (চ্যাপ্টার-১), বলি, দেবী, পাপপূণ্য সিনেমায় অভিনয় করে ঋতিমতো ভিত নাড়িয়ে দিয়েছেন অভিনয় অঙ্গনে। সেই চঞ্চলকে এবার মৃণাল সেন রূপে দর্শকদের সামনে হাজির করবেন কোলকাতার সিনেমা পরিচালক সৃজিত মুখার্জী।
সিনেমার নাম পদাতিক। সিনেমাটি মূলত উপমহাদেশের আলোচিত চলচ্চিত্রজ্ঞ, সিনেমা পরিচালক ও একাধারে গবেষক মৃণাল সেনের বায়োপিক। এই বায়োপিকে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
এরিমধ্যে এই বায়োপিকের একটি পোস্টার বেশ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বলিউডের শক্তিমান অভিনেতা অমিতাভ বচ্চন নিজেও পদাতিক সিনেমার পোস্টার নিজের টাইমলাইনে শেয়ার করে শুভ কামনা জানিয়েছেন চঞ্চল চৌধুরী এবং সিনেমার জন্য।
সম্প্রতি, সৃজিতের ‘পদাতিক’ ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়। এরইমধ্যে সৃজিতের ‘পদাতিক’ ছবি নিয়ে টালিপাড়ায় আলোচনা, গুঞ্জন শুরু হয়ে গিয়েছে তা বোঝাই যাচ্ছে।
‘পদাতিক’ ছবিতে মৃণাল সেন হয়ে চঞ্চল চৌধুরীর লুক দেখে সিনেপ্রেমীরা একেবারে হতবাক। মৃণাল সেনের চেহারার সঙ্গে চঞ্চল চৌধুরীর অবিকল মিল খুঁজে পাচ্ছেন সবাই। প্রকাশ্য়ে এসেছে মৃণাল সেনের স্ত্রীর ভূমিকায় মনামী ঘোষের লুকও।
শুধু তাই নয়, প্রকাশ্যে যুবক মৃণাল সেনের লুক। যেখানে দেখা যাবে অভিনেতা কোরক সামন্তকে। মৃণালপুত্র কুণাল সেনের চরিত্রে দেখা যাবে অভিনেতা সম্রাট চক্রবর্তী।
কলকাতা চলচ্চিত্র উৎসবে খোশমেজাজে আড্ডা দিতে দেখা গিয়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেতা চঞ্চল চৌধুরীকে। তখনই সৃজিত জানিয়ে ছিলেন চঞ্চলের সঙ্গে কাজ করবেন তিনি। কথা রাখলেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে জানিয়ে দিলেন, তার মৃণাল সেনের বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন চঞ্চল চৌধুরী। জানুয়ারি মাস থেকেই শুরু হবে এই ছবির শুটিং। সৃজিতের কথায়, অনেক বায়োপিক তৈরি করেছি। তবে মৃণাল সেনের বায়োপিক খুব বড় চ্য়ালেঞ্জ।
সংবাদ মাধ্যমকে সৃজিত জানিয়েছেন, ”চঞ্চলের সঙ্গে মৃণাল সেনের মুখের মিল রয়েছে। সেটা কাকতালীয়। কিন্তু মৃণালবাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারাল এবং সজাগ। তা ছাড়াও মৃণালবাবুর রাজনীতি চেতনা, তার যাপন এবং দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল। সেটা কাকতালীয় হতে পারে। কিন্তু মিলটা আছে।”
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে