Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

সাগর জাহান

প্রকাশিত: ১৬:২৯, ৩১ জানুয়ারি ২০২৩
আপডেট: ১৭:৩৭, ৩১ জানুয়ারি ২০২৩

মানুষ নয়, বৃক্ষ বন্দনায় মুখর জয়ার মন

বৃক্ষবনে নায়িকা জয়া আহসান। (নায়িকার ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)

বৃক্ষবনে নায়িকা জয়া আহসান। (নায়িকার ফেসবুক ওয়াল থেকে সংগৃহীত)

আমি মানুষের ব্যাপারে ভাবতে চাইনি, চেয়েছিলাম বৃক্ষ; চেয়েছিলাম বৃক্ষ ঘ্রাণ, ওদের রং এবং কাঠের নড়ে ওঠা ছায়া- কথাগুলো লিখেছেন ঢাকাই সিনেমা তথা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। লেখাগুলোর সাথে জুড়ে দিয়েছেন বৃক্ষের সাথে নিজের কিছু সুন্দর ছবি। ছবি এবং লেখাগুলো পড়লেই বুঝা ইদানিং বৃক্ষ বন্দনায় মুখর হয়ে আছেন সকলের পছন্দের এই গ্ল্যামার গার্ল। 

সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইনস্টাতে প্রকৃতির সাথে জড়ানো ছবিই পোস্ট করছেন বেশি। কখনো মাঘের কুয়াশায় ভেজা পাতাকপির সাথে আবার কখনো লাই শাকের সাথে দেখা গেছে জয়া আহসানকে। প্রকৃতির কাছাকাছি গেলেই যেন জীবনের প্রকৃত সজীবতা ধরা দেয় তাঁকে। 

I did not want to think about people. I wanted the trees - Jaya Ahsan, Actor, Bangladesh

নিজের লেখা ফেসবুক পোস্টেও সেই ইঙ্গিত দিচ্ছেন নায়িকা। লিখেছেন- আমি মানুষের ব্যাপারে ভাবতে চাইনি, চেয়েছিলাম বৃক্ষ; চেয়েছিলাম বৃক্ষ ঘ্রাণ, ওদের রং এবং কাঠের নড়ে ওঠা ছায়া। আমি যেন ওদের এই ভাষা বুঝতে পারি মনে হয় আমিও এ ভাষায় কথা বলতাম! 

জয়া আহসানের ওই লেখায় লেখা ছিল- আমার ইচ্ছা ছিলো আমি এসবের মাঝেই অদৃশ্য হয়ে হারিয়ে যাবো। শীতকালের একটি পাখি কিংবা শেয়ালের মতো বেঁচে থাকার ইচ্ছা ছিল আমার। এবং আমি যে জিনিসগুলি দেখেছিলাম তা আমাকে ছাড়াই নিজেকে সমাধান করার জন্য ছেড়ে যেতে পারি।

আই নিউজ/এইচএ 

আই নিউজের ভিডিও গ্যালারি 

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়