Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৭, ১ ফেব্রুয়ারি ২০২৩

শরীর নিয়ে মানুষের উদ্দেশ্যে বললেন রাশমিকা

দক্ষিণী সিনেমার অভিনেত্রী রেশমিকা মানদান্না।

দক্ষিণী সিনেমার অভিনেত্রী রেশমিকা মানদান্না।

ভারতের দক্ষিণী সিনেমার এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। রাশমিকা অভিনীত পুষ্পা, ডিয়ার কমরেড সিনেমাগুলো এ পর্যন্ত বেশ আলোচিত। বিশেষ করে পুষ্পা সিনেমার অভিনয় করে গোটা ভারতে ঝড় তোলে দিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই অভিনেত্রী সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত বিষয়াদি নিয়ে আলোচনায়।  আলোচনাটা শরীরকেন্দ্রিক। 

কিছুদিন আগে দক্ষিণী সিনেমা নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন রাশমিকা। ট্রলের শিকার রাশমিকাকে কটূ কথাও কম শুনতে হয়নি! এসব বিষয় নিয়ে কয়েক দিন আগে একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন রাশমিকা।

এ আলাপচারিতায় রাশমিকা মান্দানা বলেন, ‘আমার শরীর নিয়ে মানুষের সমস্যা। আমি শরীর চর্চা করলে পুরুষের মতো দেখায় আর না করলে মোটা বলে। যদি বেশি কথা বলি তাও সমস্যা, কম কথা বললেও ভাবে অহংকারী! আমি শ্বাস নিলেও সমস্যা, না নিলেও সমস্যা। সুতরাং আপনি আমার কাছে কী চান? আমি থাকব না চলে যাব?’

‘আমাকে নিয়ে যদি আপনার সমস্যা হয়, তবে বলুন আপনার কী সমস্যা? আপনার কেন এই সমস্যা হচ্ছে? মানুষ এমন কিছু শব্দ ব্যবহার করে যা আমাকে মানসিকভাবে নেতিবাচক প্রভাব ফেলে।’ বলেন রাশমিকা।

রাশমিকার এই ভিডিওর কমেন্ট সেকশনে নেটিজেনদের অনেকে মন্তব্য করেছেন। তাদের অনেকের দাবি— রাশমিকার সঙ্গে এ ধরনের আচরণ করা মোটেও ঠিক হচ্ছে না।

আই নিউজ/এইচএ 

আই নিউজের ভিডিও গ্যালারি 

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়