বিনোদন ডেস্ক
দর্শকদের সাথে প্রতারণা করতে নারাজ ইয়ামি গৌতম
জনপ্রিয় বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ছবি- সংগৃহীত
বলিউডের কিউট গার্ল বলা হয় জনপ্রিয় অভিনেত্রী ইয়ামি গৌতমকে। ফেয়ার এন্ড লাভলি নামক একটি প্রসাধনীর বিজ্ঞাপনে যাকে রোজ দেখা যায় টেলিভিশনের পর্দায়। বড় পর্দায়ও আছে তার দাপুটে অভিনয়ের কথা। ক্যারিয়ারে অনেকটা বেছে বেছেই কাজ করেন ইয়ামি গৌতম। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে আলাপ করেছেন অনেক বিষয় নিয়ে। এর ফাঁকে এই কথাও জানিয়ে দিয়েছেন কোনো অবস্থাতেই দর্শকদের সাথে প্রতারণা করতে নারাজ তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি বলেন, আমি অনেক আগেই একটা জিনিস বুঝতে পেরেছিলাম, যে এমন চরিত্রে কাজ করতে হবে যেখানে অভিনয়ের পাশাপাশি দর্শক হিসেবেও পরে পর্দায় নিজেকে উপভোগ করতে পারি। একই রকমের অনেক কাজই এসেছে আমার কাছে।
কিন্তু একই ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের সঙ্গে প্রতারণা করতে পারব না আমি। তাই চরিত্রের ক্ষেত্রে একটু ভিন্ন ধাঁচের কাজই করছি।
চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রে স্বামীর সঙ্গে (পরিচালক আদিত্য ধর) আলোচনা করেন কি না জানতে চাইলে জবাবে বলেন, চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত আমার নিজস্ব। সেটা ও জানে। তবে ওর সঙ্গে কথা বলার পর একটা নতুন আঙ্গিক খুঁজে পাই আমি। যেটা আমাকে সিদ্ধান্ত নিতে অনেক হেল্প করে।
অভিনেত্রী আরও বলেন, আমরা একে অপরকে খুব ভালো চিনি। তাই আমার কোন চিত্রনাট্য ভালো লাগছে না বা কোনটা পড়ে আমি পছন্দ করছি, সেটা ও আমাকে দেখলেই বুঝে যায়। আর নিজেদের মধ্যে এই আলোচনাকে আমার কাছে বেশ ভালো লাগে এবং আনন্দায়ক বিষয়।
উল্লেখ্য, শীঘ্রই মুক্তি পেতে ‘লস্ট’ ছবিতে একজন ক্রাইম রিপোর্টারের চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি। বর্তমানে এই ছবির প্রচারণার কাজেই ব্যস্ত রয়েছেন তিনি।
সূত্র : আনন্দবাজার
আইনিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে