বিনোদন ডেস্ক
মুখের ‘প্যারালাইসিস’ রোগে আক্রান্ত সঙ্গীত শিল্পী তাসরিফ খান
সঙ্গীত শিল্পী তাসরিফ খানের আগের এবং বর্তমানের ছবি। ছবি- সংগৃহীত
সিলেট-সুনামগঞ্জে বন্যার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্থিক অনুদান তুলে প্রদান করে ব্যাপক আলোচিত হন কুঁড়েঘর গানের দলের প্রধান তাসরিফ খান। বর্তমানে যিনি ভোগছেন মুখের ‘প্যারালাইসিস’ রোগে। এ রোগে মানুষের মুখাবয়ব কিছুটা বাঁকা হয়ে যায়। রোগটির প্রাথমিক স্টেজে থাকা শিল্পী তাসরিফের মুখও কিছুটা বেঁকে গেছে।
গত মঙ্গলবার (৭ মার্চ) ভক্তদের দুঃসংবাদ দিয়ে এমনটাই জানিয়েছেন এ গায়ক। এর আগে গত ৫ মার্চ ফেসবুকে স্ট্যাটাস দিয়েও নিজের অসুস্থতার খবর জানিয়েছিলেন তিনি। আপাতত চিকিৎসা নিচ্ছেন এই তরুণ গায়ক।
গণমাধ্যমকে তাসরিফ বলেন, ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। অন্তত এক মাস চিকিৎসার পর বলা যাবে। আপাতত মাস দুয়েক আমাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়েছে। ফলে ঈদের আগে কোনও গানের কাজই করতে পারব না।
তাসরিফ বলেন, ‘ফেসিয়াল প্যারালাইসিস’ রোগে মুখের এক পাশ কিছুটা বেঁকে যায়। যদিও আমার এখনো সেরকম পর্যায়ে যায়নি। তিনদিন আগেই বিষয়টা খেয়াল করি। যদিও সামনে থেকে সহজে এটা বোঝা যায় না। কিন্তু কথা বলার সময় বোঝা যায়। ডাক্তার জানিয়েছেন, এ রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায়। অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয়। এখন দেখা যাক, কী হয়। আপাতত ফিজিওথেরাপি নিতে হবে আর কিছু ওষুধ চলবে।
এ প্রসঙ্গে তাসরিফের ভাই তানজীব খান বলেন, গত চারদিন ধরে তাসরিফের মুখে সমস্যাটা হচ্ছে। চিকিৎসকরা বলেছেন সে প্রাথমিক স্টেজে রয়েছেন। তার চিকিৎসা চলছে। থেরাপি ও ওষুধ নিয়মমতো নিলে সুস্থ হতে ২১ দিন থেকে দুই মাস সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, সুস্থ হয়ে আবারও গানে ফিরতে মুখিয়ে আছেন তাসফির। সবার কাছে দোয়া প্রত্যাশী।
আই নিউজ/এইচএ
আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে