বিনোদন ডেস্ক
রমজান মাসে গান-বাজনা করবেন না তাসরিফ খান
সঙ্গীতশিল্পী তাসরিফ খান। ছবি- সংগৃহীত
ধীরে ধীরে ফেসিয়াল প্যারালাইসিস থেকে সুস্থ হয়ে উঠছেন তরুণ সঙ্গীতশিল্পী তাসরিফ খান। এরিমধ্যে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। পুরো রমজানে এর পবিত্রতা রক্ষার্থে গান-বাজনা থেকে বিরত থাকার কথা জানিয়েছেন এই শিল্পী। সেই সঙ্গে এবছর সবগুলো রোজা রাখবেন বলেও জানান তাসরিফ।
প্রথম রমজান শুক্রবার (২৪ মার্চ) প্রথম প্রহরে নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে তিনি এসব তথ্য জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন, তিনি এক সময় মাদ্রাসার ছাত্র ছিলেন। পুরো আমপারা তার মুখস্ত ছিল।
প্রথম রমজানে স্ট্যাটাস দিয়ে তাসরিফ লেখেন, ‘ছোটবেলায় আমি মাদ্রাসার ছাত্র ছিলাম। পুরো আমপারা আমার মুখস্থ ছিল। ক্লাস ফোরে আমি স্কুলে সিফট হই। ফোর থেকেই আমি রোজা রাখা শুরু করেছিলাম সম্ভবত! সব রোজাই রাখতাম যখন যে কয়টা হয়।’
পরে তিনি আরো লেখেন, ‘গত কয়েকবছরে অসুস্থতা এবং নানাবিধ কারণে কয়েকটা রোজা রাখতে পারিনি। এবার ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তবে সবগুলো রোজা রাখার নিয়ত করেছি।’
এছাড়া রমজানে গান-বাজনা থেকে বিরতি থাকার আশ্বাস দিয়ে তাশরিফ লেখেন, ‘পুরো রোজার মাস জুড়ে সমস্ত রকম গান বাজনা থেকে বিরতি!’
তাশরিফ দীর্ঘদিন ধরেই চেষ্টা করেন নিয়মিত অসুস্থসহ নানা ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। কখনো ফান্ড গঠন করে, কখনো নিজেই আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকেন। তাসরিফ খুশি মনে বলেন, ‘এখনই গান করব না। আগে সুস্থ হয়ে উঠি। তবে আমার সোশ্যাল অ্যাকটিভিটি এখন চলছে।’
তিনি আরও জানালেন, আগের মতো আর মুখ বাঁকা নেই। এখন হাসতেও পারছেন। সব ঠিক থাকলেও আগের মতো পুরো উদ্যমে ফিরবেন তাসরিফ। তার আগে নিয়মিত চিকিৎসা পর্ব শেষ করতে হবে।
তাসরিফ নিয়মিত মিরপুর থেকে সাভারের একটি ফিজিও সেন্টারে গিয়ে থেরাপি নিচ্ছেন। সপ্তাহে বৃহস্পতি–শুক্রবার বাদে বাকি পাঁচ দিন চিকিৎসা নিতে ছুটতে হয়।
আই নিউজ/এইচএ
আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে