আই নিউজ ডেস্ক
বঙ্গবাজারের পোড়া লুঙ্গি লাখ টাকা দিয়ে কিনলেন তাহসান
বিদ্যানন্দের কাছ থেকে ১ লাখ টাকায় লুঙ্গি কিনে নিয়েছেন তাহসান।
বঙ্গবাজারে আগুন লাগার ঘটনায় স্তব্ধ হয়ে আছে গোটা ঢাকা। হাজার কোটি টাকার এ লোকসান পুষিয়ে উঠবেন কীভাবে তাই ভাবছেন ব্যবসায়ীরা। এরমাঝেই বঙ্গবাজারের আগুনে পোড়ে যাওয়া একটা লুঙ্গি এক লাখ টাকায় কিনে নিয়েছেন সঙ্গীতশিল্পী তাহসান খান। মূলত, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতেই তাহসানের এমন উদ্যোগ বলে জানা গেছে।
স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন বঙ্গবাজারের ব্যবসায়ীদের জন্য ফান্ড সংগ্রহ করছে। সেই ফাউন্ডেশন কাছ থেকে বুধবার (০৫ এপ্রিল) পোড়া লুঙ্গিটি কিনেন তাহসান। মূলত, বিদ্যানন্দই পোড়া লুঙ্গি বিক্রির এই উদ্যোগ নিয়েছে ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য।
সামাজিকমাধ্যম ফেসবুকে নিজেদের পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়ে বিদ্যানন্দ লিখেছে-
‘জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায় ! যে টাকা পৌঁছে দেয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেকে তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে, সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।’
বিদ্যানন্দ আরও লিখেছে আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।
ওই পোস্টে বিদ্যানন্দ জানায়, তারা নগদ এক কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে।
বিদ্যানন্দের এমন উদ্যোগের সঙ্গে তাহসান থাকবেন বলে সংস্থাটিকে আশ্বস্ত করেছেন।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে