বিনোদন ডেস্ক
পহেলা বৈশাখ নিয়ে তারকাদের স্মৃতি রোমন্থন
আজ ৩০ চৈত্র; বাংলা বছরের শেষ দিন আজ। আগামীকাল শুক্রবার পহেলা বৈশাখের মধ্য দিয়ে নতুন বাংলা বছরের যাত্রা শুরু হবে। এরিমধ্যে বাংলা নববর্ষকে উদযাপনের জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়েছে চারুকলা অনুষদ সহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো। সংস্কৃতি চর্চার ক্রান্তির এই সময়ে এসে নিজেদের পহেলা বৈশাখ উদযাপন নিয়েই যেন স্মৃতি রোমন্থন করলেন বাংলাদেশের বিনোদন জগতের ছোট-বড় তারকা অভিনেতারা।
স্মৃতি রোমন্থনের মধ্য দিয়ে যেন পহেলা বৈশাখ উদযাপনের পুরোনো দিনগুলোকেই সামনে আনছেন তারকারা। আই নিউজের পাঠকদের জন্য তারকাদের স্মৃতি বিজড়িত লেখাগুলো তোলে ধরা হলো-
ডলি জহুর
ছোটবেলায় পহেলা বৈশাখ ছিল আমাদের সাংস্কৃতিক উৎসব। এখন ছোটদের জন্য তৈরি করে দিতে হয় পহেলা বৈশাখের বিভিন্ন উপকরণ। তবে পহেলা বৈশাখের কথা বললেই এখন মন খারাপ হয়ে যায়। আর যেন রমনার বটমূলে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই দোয়া করি।
চঞ্চল চৌধুরী
বাঙালি হিসেবে অন্যদের মতো আমিও বৈশাখকে উপভোগ করি। বিশেষ করে পহেলা বৈশাখ দিনটাকে। বৈশাখে রঙ ছড়িয়ে পড়ুক আমাদের জীবনে। ভেদাভেদ ভুলে সেই রঙে রাঙানো মোড়কে ফিরে আসুক শান্তি, সম্প্রীতির বার্তা। বৈশাখ আমাদের জন্য সব সময় স্পেশাল। আমরা মাছে ভাতে বাঙালি আর সারা বছর যেন কাটে মাছে ভাতে এই চাওয়া। আরেকটা কথা পহেলা বৈশাখ’ কোনো নির্দিষ্ট ধর্মের উৎসব নয়। সব ধর্মের, সব মানুষের উৎসব।
তমা মির্জা
পহেলা বৈশাখকে ঘিরে স্পেশাল কিছু পরিকল্পনা থাকে। গতবারও রমজান মাসে হয়েছে, যার ফলে সীমিতভাবে পালন করি। এবারও রমজান মাস পড়েছে। এবার যেহেতু শুটিং সেটে আছি দিনটা পান্তা ভাতেই কাটবে। এই দিনটাতে এমনিতেই সাজগোজ করে ঘুরতে বের হতাম। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন, তাই সেভাবে উদযাপন করা হবে না।
মাহিয়া মাহি
এবারের বৈশাখ আমার কাছে খুবই স্পেশাল। প্রথমবার সন্তানকে নিয়ে পহেলা বৈশাখ পালন করব। জীবনের শ্রেষ্ঠ সময় পার করছি। আর পহেলা বৈশাখ মানে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা এক। এটা আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়।
বাপ্পি চৌধুরী
পহেলা বৈশাখ আমার কাছে খুব প্রিয় উৎসব। কারণ ধর্ম-বর্ণ, নির্বিশেষে সবাই রঙিন আয়োজনে মেতে ওঠে। আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশে, সেটির প্রকৃত চিত্র এদিন ফুটে ওঠে। এবারের পহেলা বৈশাখ নানা কারণে স্পেশাল। এই বৈশাখে আমার সিনেমা ‘শত্রু’ মুক্তি পাচ্ছে। ব্যক্তিগত এবং পেশাগতভাবে এবার পহেলা বৈশাখ উদযাপন একটু ভিন্ন হবে। এবার শত্রুর প্রচারণায় একটু ব্যস্ত সময় যাবে।
জাকিয়া বারী মম
পহেলা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব। পুরো জাতি এই দিনকে বরণ করে নেয় একসুরে, একসঙ্গে। আমাদের প্রয়োজন পরবর্তী প্রজন্মের কাছে মানবতার চেতনা ছড়িয়ে দেওয়া। এবারের বৈশাখের আনন্দ আয়োজনের মাধ্যমে অসাম্প্রদায়িকতার বাণী ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে।
আরিফিন শুভ
পহেলা বৈশাখে সবারই কোনো না কোনো পরিকল্পনা থাকে। তবে দেখা যায় পহেলা বৈশাখের আগের রাতে কিংবা বৈশাখের দিন সকালে হঠাৎ বন্ধুরা নতুন পরিকল্পনা করে ফেলি। বৈশাখের ঐতিহ্য কিংবা আমেজকে ঘিরেই আমাদের পরিকল্পনা হয়। সেদিন অন্তত একটু মজা করে পান্তা আর ইলিশটা খেতে পারি।
সাদিয়া আয়মান
পহেলা বৈশাখ আমাদের বাঙালি জাতির একটা ঐতিহ্য। বাঙালির এই মহোৎসব আমি দারুণভাবে উপভোগ করি। এ দিন পুরো দেশে একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। একজন বাঙালি যেভাবে পহেলা বৈশাখ পালন করেন আমিও সেভাবে করব। আমার নিজেরও খুব ভালো লাগে।
সামিরা খান মাহি
বাঙালির প্রাণের উৎসব বৈশাখ। পহেলা বৈশাখ আমার শুটিং সেটেই যাবে। সেদিন সেহরি হবে পান্থা ভাত আর ইলিশ দিয়ে। আমি প্রত্যাশা করি এই উৎসবে আমরা কোনো ভেদাভেদ না করে সারাজীবন একসঙ্গেই যেন পালন করতে পারি।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে