বিনোদন ডেস্ক
আচানক হাসপাতালে ভর্তি পরিচালক রাজ!
টালিউডের জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তী।
পশ্চিম বাংলার জনপ্রিয় পরিচালক ও অভিনেতা রাজ চক্রবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এমন খবরে টালিউড পাড়ায় না হলেও ভক্তদের মাঝে কিছুটা দুশ্চিন্তার উদয় হয়েছে। কেন হঠাৎ হাসপাতালে ভর্তি শুভস্রী গাঙ্গুলির সুদর্শন স্বামী রাজ?
গুঞ্জন উঠেছে অসহ্য গরমে গত কয়েকদিন ধরেই শরীর ভালো যাচ্ছিল না পরিচালকের।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন যদিও বলছে, পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তার সহকারী জানান, কোনো চিন্তার কারণ নেই। রাজ সম্পূর্ণ ভালো আছেন। প্রতি বছরই পুরো শরীর পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়ে থাকেন তিনি। এবারও সেটাই করছেন রাজ।
সহকারী আরও বলেন, আগামীকাল বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে রাজকে। এবার শুধু প্রস্রাবে সংক্রমণ ধরা পড়েছে। তবে ভয়ের কোনো কারণ নেই। সুস্থ আছেন তিনি।চ
এদিকে গ্রীষ্মের প্রচণ্ড তাপে এমনিতেই অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। তার মধ্যে টালি তারকার হাসপাতালে ভর্তির খবরে দুশ্চিন্তার ভাজ শুভাকাঙ্ক্ষীদের কপালে। যদিও রাজ ভালো আছেন।
রাজ পরিচালনা ও প্রযোজনার কাজে ব্যস্ত সময় পার করছেন। কিছুদিন আগেই ‘আবার প্রলয়’-এর কাজ শেষ করেছেন। পাশাপাশি এখন বিধায়ক। এ কারণে অতিরিক্ত দায়িত্বও সামলাতে হয়। আবার অভিনেত্রী শুভশ্রীর স্বামী এবং ছেলে ইউভানের বাবা। সবমিলে এখন দায়িত্বের শেষ নেই তার।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- সেরা পাঁচ হরর মুভি
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে