আই নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২:৩৩, ২৮ এপ্রিল ২০২৩
‘ফিল্মফেয়ার ২০২৩’-এ সেরা যারা
দীর্ঘ দিন ধরে বছর সেরাদের পুরস্কৃত করে আসছে ফিল্মফেয়ার। এ বছরও তার ব্যত্যয় ঘটেনি। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে অনুষ্ঠিত হয়েছে ৬৮তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৩।
মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে জড়ো হয়েছিল গোটা বলিউড। নিয়মমাফিক বিবেচনায় নেওয়া হয়েছিল গত বছরের সেরা সিনেমাগুলোকে। সবাইকে টপকে বেশির ভাগ পুরস্কার পকেটে পুরেছে আলিয়া ভাট অভিনীত ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ও রাজকুমার রাও অভিনীত ‘বাধাই দো’।
এক নজরে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৩’ বিজয়ীদের পুরো তালিকা
- লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: প্রেম চোপড়া
- শ্রেষ্ঠ চলচ্চিত্র: গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি
- শ্রেষ্ঠ চলচ্চিত্র (ক্রিটিক): বাধাই দো
- সেরা অভিনেতা: রাজকুমার রাও (বাধাই দো)
- সেরা অভিনেত্রী: আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)
- সেরা অভিনেতা (ক্রিটিক): সঞ্জয় মিশ্র (বধ)
- সেরা অভিনেত্রী (ক্রিটিক): ভূমি পেডনেকার (বধাই দো) এবং টাবু (ভুল ভুলাইয়া ২)
- সেরা পরিচালক: সঞ্জয় লীলা বানসালি (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)
- পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: অনিল কাপুর (জুগ জুগ জিয়ো)
- পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: শিবা চাড্ডা (বাধাই দো)
- সেরা সংগীত অ্যালবাম: প্রীতম (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব- শিবা)
- সেরা সংলাপ: প্রকাশ কাপাডিয়া এবং উৎকর্ষিণী বশিষ্ঠ (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)
- সেরা চিত্রনাট্য: অক্ষত ঘিলদিয়াল, সুমন অধিকারী এবং হর্ষবর্ধন কুলকার্নি (বাধাই দো)
- সেরা গল্প: অক্ষত ঘিলদিয়াল এবং সুমন অধিকারী (বাধাই দো)
- সেরা ডেবিউ অভিনেতা: অঙ্কুশ গেদাম (ঝুন্ড)
- সেরা ডেবিউ অভিনেত্রী: আন্দ্রেয়া কেভিচুসা (আনেক)
- সেরা ডেবিউ পরিচালক: জাসপাল সিং সান্ধু এবং রাজীব বার্নওয়াল (বধ)
- সেরা লিরিক: অমিতাভ ভট্টাচার্য, কেশরিয়া গানের জন্যে (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব - শিবা)
- সেরা গায়ক: অরিজিৎ সিংহ, কেশরিয়া গানের জন্যে (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব - শিবা)
- সেরা গায়িকা: কবিতা শেঠ, রঙ্গিসারি গানের জন্য (যুগ যুগ জিয়ো)
- নতুন সংগীত প্রতিভার জন্য আরডি বর্মন পুরস্কার: জাহ্নবী শ্রীমঙ্কা, ঢোলিডার জন্য (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)
- সেরা ভিএফএক্স: ডিএনইজি এবং রিডিফাইন (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব - শিবা)
- সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী এবং অমিত রায় (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)
- সেরা সাউন্ড ডিজাইন: বিশ্বদীপ দীপক চ্যাটার্জি (ব্রহ্মাস্ত্র: প্রথম পর্ব - শিবা)
- সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: সঞ্চিত বলহারা এবং অঙ্কিত বলহারা (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)
- সেরা কোরিওগ্রাফি: কৃতি মহেশ, ঢোলিডা-র জন্য (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)
- সেরা সিনেমাটোগ্রাফি: সুদীপ চ্যাটার্জি (গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি)
- সেরা অ্যাকশন: পারভেজ শেখ (বিক্রম বেদা)
রেড কার্পেটে সকলের উপস্থিতিও ছিল নজরকাড়া। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সালমান খান এবং মনীশ পল। মঞ্চে পারফর্ম করেন ভিকি কৌশল, টাইগার শ্রফ, জাহ্নবী কাপুর এবং জ্যাকলিন ফার্নান্দেজ।
সূত্র : জি নিউজ
আইনিউজ/ইউএ
আরও পড়ুন
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে
সর্বশেষ
জনপ্রিয়