Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭, ২ মে ২০২৩

বিয়ে করলেন সালমান মুক্তাদির

সালমান মুক্তাদির এবং তাঁর নবাগত স্ত্রী দিশা। ছবি- সংগৃহীত

সালমান মুক্তাদির এবং তাঁর নবাগত স্ত্রী দিশা। ছবি- সংগৃহীত

বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এক আলোচিত-সমালোচিত নাম সালমান মুক্তাদির। ইউটিউবার হিসেবে যাত্রা শুরু করা সালমান বর্তমান সময়ে জনপ্রিয় বিনোদন ব্যক্তিত্বও। সবসময় তার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনায়। বিভিন্ন সময় বিভিন্ন তরুণীর সঙ্গে তার নাম জুড়ে এসেছে।  তবে এবারে সত্যি সত্যি বিয়ে করেছেন সালমান মুক্তাদির। 

অতীতের সব বিতর্ক থেকে যেন মুক্তি নিলেন। গত ৩০ এপ্রিল বিয়ে করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফায়েড পেজে মঙ্গলবার (২ মে) তিনি নিজেই জানিয়েছেন এ তথ্য।

এদিন স্ত্রীর সঙ্গে নিজের কয়েকটি রোমান্টিক ছবি ফেসবুকে পোস্ট করেন সালমান। ছবির ক্যাপশনে লেখেন, ‘বাকি জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।’ সেখানেই বিয়ের তারিখ উল্লেখ করেছেন তিনি।

সালমান বিয়ের কথা উল্লেখ করলেও স্ত্রীর পরিচয় জানাননি। তবে তার বিয়ের খবরে উচ্ছ্বসিত ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। তাইতো মন্তব্যের ঘরে শুভেচ্ছায় ভাসাচ্ছেন তাকে।

উল্লেখ্য, ইউটিউবার সালমান শুরুতে মানুষদের বোকা বানানোর জন্য প্র্যাঙ্ক ভিডিও নির্মাণ করেন। এ কারণে তার এই বিয়ের ছবিগুলো মানুষকে বোকা বানানোর জন্য কিনা, সেটা নিয়ে সন্দীহান অনেকে।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়