আই নিউজ ডেস্ক
‘জ্বীন’ সিনেমার রেকর্ড
এবারের ঈদে মুক্তি পাওয়া ৮টি সিনেমার একটি নাদের চৌধুরী পরিচালিত 'জ্বীন'। পূজা চেরি ও সজল অভিনীত সিনেমাটি চলছে ঢাকাসহ সারা দেশে।
মুক্তির ১০ম দিনে এসেও সুখবর দিয়েছে সিনেমাটি। জ্বীন সিনেমার পরিচালক ও অভিনয় শিল্পীরা জানান, জ্বীন সিনেমার জন্য একটি রেকর্ড যে টানা হাউসফুল যাচ্ছে।
সজল বলেন, 'দর্শকদের কাছে আমি ও আমাদের পুরো টিম কৃতজ্ঞ। গতকাল পর্যন্ত ঢাকায় হাউসফুল গেছে "জ্বীন"। আজ ও আগামীকাল বুধবার ঢাকার সিনেপ্লেক্সের কোনো টিকিট নেই, সব বিক্রি হয়ে গেছে।'
তিনি বলেন, 'সিনেপ্লেক্সে "জ্বীন" সিনেমার শো বাড়ানো হয়েছে। এখন প্রতিদিন ১৯টি শো চলছে। ঢাকা ও নারায়ণগঞ্জে প্রতিদিন ৩৩টি শো চলছে। দর্শকদের আগ্রহও দিন দিন বাড়ছে।'
সিনেমাটির পরিচালনা নাদের চৌধুরী বলেন, 'এখন অনলাইনের যুগ। যে কেউ চাইলেই আমাদের দাবি যাচাই করতে পারবেন। আজ ও আগামীকালের কোনো টিকিট নেই সিনেপ্লেক্সে। এটা বাংলাদেশের সিনেমার জন্য আনন্দের কথা।'
তিনি বলেন, 'সব শ্রেণীর মানুষের এত সাড়া দেখে খুব ভালো লাগছে। শুটিং করার সময় টিমকে বলেছিলাম, তোমরা যা করছ তার ফলাফল হলে দেখতে পাবে। সেটাই সত্যি হয়েছে। পুরো টিমে এবং অবশ্যই দর্শকদের কাছে আমি কৃতজ্ঞ।'
আইনিউজ/ইউএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে