বিনোদন ডেস্ক
বক্স অফিসে বাজিমাত করলো আলোচিত ‘দ্য কেরালা স্টোরি’
ভারতের রাজনৈতিক অঙ্গনকেই যেন নতুন করে নাড়িয়ে দিয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ভারতীয় সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। যে সিনেমাটির পক্ষ নিয়ে প্রচারে সমর্থন জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু রাজনীতিই নয় বক্স অফিসেও দুর্বার গতিতে এগিয়ে চলেছে 'দ্য কেরালা স্টোরি'।
বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি ‘দ্য কেরালা স্টোরি’ ঘিরে মুক্তির পর থেকেই চলছে পক্ষে-বিপক্ষের আলোচনা। তামিলনাড়ুর হল থেকে সরিয়ে দেওয়া হয়েছে ধর্মান্তকরণের এই কাহিনি। কিন্তু দক্ষিণের এই রাজ্যে ছবির স্ক্রিনিং বন্ধ হওয়া সত্ত্বেও রোববার, ছবি মুক্তির তৃতীয় দিন এক লাফে প্রায় ৪৩% বেড়েছে ছবির কালেকশন।
বিতর্ককে পিছনে ফেলে মাত্র তিন দিনে দেশ জুড়ে ৩৫ কোটি টাকার আয় করলো এই ছবি। রবিবার ( ৭ মে) বক্স অফিসে ১৬ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে 'দ্য কেরালা স্টোরি', যা সত্যিই প্রশংসনীয়। সেইভাবে কোনওরকম স্টার-পাওয়ার জড়িয়ে নেই এই ছবির সঙ্গে। আধা শর্মা ছাড়া বাকি একবারেই অপরিচিত মুখ, তবে এই ছবি ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছে তা বিরল। 'দ্য কাশ্মীর ফাইলস'র পর ফের একবার বিতর্কে ভর দিয়েই বক্স অফিসে ছক্কা হাঁকাচ্ছে কোনও ছবি।
সালমন খানের মতো সুপারস্টারের নাম ভাঙিয়েও বক্স অফিসে মুখ থুবড়ে পরে 'কিসি কা ভাই, কিসি কি জান'' সে জায়গায় উলটো পথের পথিক 'দ্য কেরালা স্টোরি'। প্রথম দিন বক্স অফিসে ৮.০৩ কোটির ব্যবসা করেছিল এই ছবি, শনিবার (০৬ মে) আয় প্রায় ৪০% বেড়ে দাঁড়ায় ১১.২২ কোটি। রোববার ছুটির দিনে সেটা ডাবল হয়ে যায়।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে জানান, 'দ্য কেরালা স্টোরি অপ্রতিরোধ্য এবং অটল। অসাধারণ আয় দ্বিতীয় ও তৃতীয় দিনে, ইতিমধ্যেই এই ছবি সুপার-হিট। আইপিএলের মরসুম, সঙ্গে হলিউড ছবি গার্ডিয়ান অফ গ্যালাক্সি ভলিউম ১৩, তবুও রোখা গেল না।'
দর্শকদের পাশাপাশি সমালোচকদের সঙ্গে কমবেশি ভালো সাড়া পেয়েছে এই ছবি। ছবির ট্রেলারে দাবি করা হয়েছিল কেরালা থেকে ৩২ হাজার মহিলাকে গায়েব করা হয়েছে, কৌশলে তাঁদের ইসলাম গ্রহণে বাধ্য করা হয়েছে এবং সন্ত্রাসবাদী সংগঠন আইসিসের অত্যাচারের শিকার সেইসব মহিলারা। সেই নিয়ে কম বিতর্ক দানা বাঁধেনি। পরে নির্মাতারা ৩২ হাজার সংখ্যাটি ছবি থেকে সরিয়ে দেন। ট্রেলারটিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়নি। তাতেও বিতর্কের আঁচ কমেনি।
শুক্রবার কেরালা হাইকোর্ট ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করতে অস্বীকার করে জানায়, কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য অবমানাকর কোনো কিছুই ছবির ট্রেলারে অন্তত উঠে আসেনি। আল্লাহই একমাত্র উপাস্য় এমনটা তুলে ধরা অপরাধ নয়। এই দেশে প্রত্যেক নাগরিকের নিজ ধর্ম মেনে চলা এবং তা ছড়িয়ে দেওয়ার অধিকার রয়েছে। সেটা আপত্তিজনক কেন? আদালত আরও জানায়, 'অসংখ্য় ছবিতে তো হিন্দু সন্ন্যাসীদের ধর্ষক হিসাবে তুলে ধরা হয়, তার বেলায়? হঠাৎ করে এখন এত সমস্যা কেন?'
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে