Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:১৭, ১১ মে ২০২৩

ফারিয়ার মডেল ভাবনা, মেঝেতে শুয়ে ছবি তুলছে কে?

হঠাৎ করেই গতকাল চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার বাসায় আড্ডা। আড্ডা জমেও ওঠে বেশ। আড্ডার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করলে হয়! এমনটাই বলেছিলেন ভাবনা। এ কথা শুনেই ফারিয়া দাঁড়িয়ে গেলেন। ভাবনাকে তাঁর মডেল বানালেন। কিন্তু ছবি তুলবে কে? পাশ থেকে ছবি ফ্রেমবন্দী করার জন্য আরেক অভিনেত্রী প্রস্তুত হলেন। 

সহকর্মীদের একটা ভালো ছবি তোলা চাই। ফ্রেমিংয়ের জন্য মুঠোফোন হাতে রীতিমতো শুয়ে পড়লেন এই অভিনেত্রী। সেই ছবি পোস্ট করার পর ভক্তদের প্রশ্ন, কে এই অভিনেত্রী? ভাবনার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘চিনতে পারেননি তিনি কে?’ রায়হান খান পরিচালিত ‘এক্সকিউজ মি’ সিনেমার জন্য কক্সবাজারে গিয়েছিলেন অভিনেত্রী ভাবনা। একটি গানের শুটিং শেষে গতকাল ঢাকায় ফিরেছেন।

এই প্রথম তাঁকে দেখা যাবে চিত্রনায়ক জিয়াউল রোশানের বিপরীতে। সম্প্রতি তাঁরা একসঙ্গে গানের দৃশ্যে নেচেছেন। তবে এই নাচের সঙ্গে বাণিজ্যিক চলচ্চিত্রের নাচের কোনো মিল থাকবে না।

ভাবনা বলেন, ‘আমি তো বাণিজ্যিক চলচ্চিত্রের মতোই নাচার জন্য প্রস্তুত। সে রকম ছবি করতে চাই। কিন্তু আমাদের সিনেমায় বাণিজ্যিক সিনেমার মতো নাচ দেখা যাবে না। এটা আমাদের গল্পের সঙ্গে যায় না। তবে নায়িকাদের পেছনে যে ২০/২৫ জন নাচেন, তেমন সিনেমায় অভিনয় করতে চাই। আমি নাচতে চাই। আমি নাচ জানা মেয়ে। পরিচালককেও বলেছিলাম, আমি নাচতে চাই। তিনি শুনে বলেছেন, ‘বাণিজ্যিক চলচ্চিত্রের মতো নাচ এই সিনেমার গল্পে যায় না। এ ধরনের চরিত্রের জন্য অপেক্ষায় আছি।’

দুই দিনে একটি গানের শুটিং শেষে গতকাল রাতেই ঢাকায় ফিরেছেন ভাবনা। পরে দেখা করতে যান ফারিয়ার বাসায়। তাঁরা ভালো বন্ধু। সিনেমা ও ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়ে আলোচনা করেন। সেগুলো নিয়ে কথা বলতে চান না ভাবনা। তাঁদের তিনজনের ছবি কে তুলেছেন, সেটাও বলা বারণ। এর মধ্যে একটি ছবিতে দেখা যায়, ফারিয়া ভাবনাকে নির্দেশনা দিয়ে বলছিলেন,‘তুমি আমার মডেল।’ পাশ থেকে একজন শুয়ে ছবিটি তুলছেন। ঠিক তাঁকে চেনা যাচ্ছে না। এ প্রসঙ্গে ভাবনা জানান, ‘তাঁকে চিনতে পারেননি! তিনিও অভিনেত্রী। ভালো ছবি তোলেন। এটা অনেকেই জানেন না। দেখলেন না, কীভাবে আমাদের ছবি তোলার জন্য শুয়ে পড়েছে। তিনি সাবিলা নূর।’ কথাগুলো বলেই হাসলেন ভাবনা।

আইনিউজ/ইউএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়