আই নিউজ ডেস্ক
টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ‘গ্লোবাল স্টার’ দীপিকা
২০১৮ সালে বিখ্যাত মার্কিন ম্যাগাজিন টাইমে প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় জায়গা করে নিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। বছর পাঁচেক পর সেই একই ম্যাগাজিনের প্রচ্ছদেও জায়গা করে নিয়েছেন এ বলিউড অভিনেত্রী। সেখানে দীপিকাকে গ্লোবাল স্টার বা বৈশ্বিক তারকা হিসেবেও অ্যাখ্যা দেয়া হয়েছে।
এতে বলা হয়েছে, বলিউডকে বিশ্বের কাছে নয়, বরং বলিউডের কাছে বিশ্বকে নিয়ে আসতে চেয়েছেন দীপিকা। শুধু তাই না, সবচেয়ে বেশি পরিচিত অভিনেত্রীর খেতাবও বগলদাবা করেছেন দীপিকা। বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দেশের সবচেয়ে বেশি পরিচিত অভিনেত্রীর আখ্যা পেলেন এ চিত্রনায়িকা। এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
বিখ্যাত মার্কিন ম্যাগাজিন টাইমের প্রচ্ছদে দীপিকা পাড়ুকোনকে স্বাভাবিকের চেয়ে বড় মাপের সুটে দেখা গেছে। এ সময় বলিউড অভিনেত্রীর পা ছিল খালি। বিশেষ ফটোশুটের সঙ্গে দীপিকাকে নিয়ে টাইম ম্যাগাজিন বিশাল প্রতিবেদন ছেপেছে। সেখানে তাকে ভারতের সবচেয়ে জনপ্রিয় ও সর্বোচ্চ সম্মানীপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।
ক্যারিয়ারে বিভিন্ন সময়ে নানা কারণে দীপিকাকে রাজনৈতিক জটিলতার মধ্যে পড়তে হয়েছে। ২০১৮ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত “পদ্মাবত” সিনেমাটি কার্নি সেনার (হিন্দু সংগঠন) তীব্র বিরোধিতার মুখে পড়ে। ২০২০ সালের শুরুতে “ছাপাক” সিনেমা মুক্তির আগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে গিয়ে প্রতিবাদরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ান দীপিকা। আবার গত জানুয়ারিতে মুক্তি পাওয়া “পাঠান” ছবিতে গেরুয়া রঙের বিকিনি পরার কারণেও এ চিত্রানায়িকা তোপের মুখে পড়েন।
বারবার রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়া প্রসঙ্গে দীপিকা বলেন, “আমি জানি না আমার এই বিষয়ে কিছু অনুভূত হওয়ার কথা কিনা। কিন্তু সত্য কথা হল আমি এই বিষয়ে কিছুই অনুভব করি না।”
এছাড়া, বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করা নিয়েও নিজের অনুভূতি জানিয়ে কথা বলেন দীপিকা। হলিউডের ডলবি থিয়েটারে ৯৫তম অস্কার বিতরণী অনুষ্ঠানে তিনিও একজন প্রেজেন্টার হিসেবে ছিলেন। লেডি গাগা, রিয়ানার মতো মিউজিক সেনসেশনদের হারিয়ে অস্কারের ৯৫তম আসরে সেরা মৌলিক গান বিভাগের পুরস্কার জিতেছে এসএস রাজামৌলি পরিচালিত “আরআরআর” সিনেমার “নাটু নাটু” গানটি। ফলে প্রথমবারের মতো কোনো তেলেগু সিনেমার হাতে উঠল অস্কারের স্বীকৃতি।
এছাড়া, ৯৫তম অস্কারের স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র বিভাগের পুরস্কারও গেছে ভারতের ঝুলিতেই।এ বিভাগে সেরা তথ্যচিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ভারতীয় তথ্যচিত্র “দ্য এলিফ্যান্ট হুইসপারস”। তথ্যচিত্রটিতে দক্ষিণ ভারতের বন্য প্রাণীর প্রতি ভালোবাসা ও বন্য পশুর সৌন্দর্য তুলে ধরা হয়। এতে দেখা যায়, ক্ষুদ্র জাতিসত্তার এক দম্পতি একটি অনাথ হাতিকে পাওয়ার পর তার যত্ন নেয়; তাকে খাবার দিয়ে বাঁচিয়ে রাখাসহ সব দায়িত্ব পালন করে। একসময় তারা হাতিটির সঙ্গে মায়ার বন্ধনে জড়িয়ে যায়।
দীপিকা পাড়ুকোন বলেন, “একটা গানের জন্য আর একটা তথ্যচিত্রের জন্য অস্কার পাওয়া যথেষ্ট নয়। তবে এটিকে একটা শুরু হিসেবে ধরে নেওয়া যেতে পারে।”
দীপিকা পাড়ুকোনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে এ বছরের শুরুতে মুক্তি পাওয়া “পাঠান” সিনেমায়। সেখানে দীপিকার সঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ খান এবং জন আব্রাহামকেও। অ্যাকশনধর্মী সিনেমাটি ভারতের পঞ্চম ছবি হিসেবে বিশ্বব্যাপী ১০০০ কোটি রুপির বেশি আয় করে। সামনে দীপিকাকে প্রভাসের সঙ্গে “প্রজেক্ট কে” ছবিতে দেখা যাবে। তাদের সঙ্গে এখানে অমিতাভ বচ্চনকেও দেখা যাবে। এছাড়া, হৃতিক রোশানের সঙ্গে তিনি সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় “ফাইটার” সিনেমায়ও অভিনয় করবেন।
আইনিউজ/ইউএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে