বিনোদন ডেস্ক
একাধিক শো করতে আমেরিকা যাচ্ছেন জেমস
ব্যান্ড সঙ্গীত শিল্পী মাহফুজ আনাম জেমস।
বাংলাদেশের ব্যান্ড সংগীতের আরেক নাম যেন জেমস। দেশের তারুণ্যের বড় একটা অংশ জেমস মাত্রই যেন মাতোয়ারা। নগর বাউল খ্যাত মাহফুজ আনাম জেমস কনসার্টে অংশ নিতে এবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন।
নর্থ মিয়ামি বিচে ১৮ বছর ধরে আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলার। এবার ১৯তম আয়োজনে গান করবেন জেমস। ৩ ও ৪ জুন অনুষ্ঠিত হবে কনসার্ট। সেখানে জেমসের সঙ্গে আরো গাইবেন বিন্দু কণা, সায়রা রেজা ও ভারতের প্রিয়ংবদা ব্যানার্জি।
জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন গণমাধ্যমকে জানান, চলতি মাসের শেষ সপ্তাহে আমরা যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন তারা। ৩ জুন প্রথম কনসার্ট শেষে দেশটির আরো ১০টি স্টেটে আমাদের শো রয়েছে।
তিনি বলেন, কনসার্টের এই সংখ্যাটা আরো বাড়বে, কারণ এর মধ্যে নতুন অনেক আয়োজকরাই যোগাযোগ করছেন। আমরা পুরো ব্যান্ড দলই এক মাস দেশটিতে থাকব।
সবশেষ ঈদুল ফিতরের আগের রাতে অর্থাৎ চাঁদ রাতে প্রকাশ হয়েছে জেমসের নতুন গান সবই ভুল। যৌথভাবে গানের কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুরও করেছেন এই রকস্টার। এটি বসুন্ধরা ডিজিটালের ইউটিউব চ্যানেল মুক্তি পায়।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে