আই নিউজ ডেস্ক
পরিণীতি-রাঘবের বাগদান
নয়াদিল্লির কাপুরতলা হাউস রীতিমতো ঝলমলিয়ে উঠেছে। কারণ, আজ এখানেই আংটি বদল করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা। দীর্ঘ গুঞ্জনের পর অবশেষে নিশ্চিত খবর মিললো।
শনিবার বাংলাদেশ সময় ৬ টা ৩০ মিনিটে বসেছে তাদের আনন্দঘন নতুন জীবনে প্রবেশের এই আসর।
বোনের বাগদানে হাজির থাকতে লন্ডন থেকে ভারতে অবস্থান করছেন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইতিমধ্যে পরীণীতার বাড়িতেই অবস্থান করছেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, এ বাগদান অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে রওনা দিয়েছেন আদিত্য ঠাকরে। প্রায় ১৫০ অতিথির মধ্যে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও।
এদিকে রাঘবের কাকা জানিয়েছেন, শিখ রীতি অনুযায়ী পরিণীতি ও রাঘবের বাগদান সম্পন্ন হবে। অনুষ্ঠানটি শুরু হবে সুখম সাহেবের পাঠ এবং সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে আরদাসের মাধ্যমে।
পাঞ্জাবি স্টাইলে থাকবে নাচ, গানের ব্যবস্থাও। বাগদানের থিম রাখা হয়েছে প্যাস্টেল। মনে করা হচ্ছে এটি পরিণীতি এবং রাঘবের ব্যক্তিত্বের সঙ্গেও বেশি মানানসই।
আইনিউজ/ইউএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে