Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:৪৮, ১৩ মে ২০২৩

পরিণীতি-রাঘবের বাগদান

নয়াদিল্লির কাপুরতলা হাউস রীতিমতো ঝলমলিয়ে উঠেছে। কারণ, আজ এখানেই আংটি বদল করেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডা। দীর্ঘ গুঞ্জনের পর অবশেষে নিশ্চিত খবর মিললো।

শনিবার বাংলাদেশ সময় ৬ টা ৩০ মিনিটে বসেছে তাদের আনন্দঘন নতুন জীবনে প্রবেশের এই আসর।

বোনের বাগদানে হাজির থাকতে লন্ডন থেকে ভারতে অবস্থান করছেন বলি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ইতিমধ্যে পরীণীতার বাড়িতেই অবস্থান করছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, এ বাগদান অনুষ্ঠানে অংশ নিতে এরই মধ্যে রওনা দিয়েছেন আদিত্য ঠাকরে। প্রায় ১৫০ অতিথির মধ্যে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও।

এদিকে রাঘবের কাকা জানিয়েছেন, শিখ রীতি অনুযায়ী পরিণীতি ও রাঘবের বাগদান সম্পন্ন হবে। অনুষ্ঠানটি শুরু হবে সুখম সাহেবের পাঠ এবং সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে আরদাসের মাধ্যমে।

পাঞ্জাবি স্টাইলে থাকবে নাচ, গানের ব্যবস্থাও। বাগদানের থিম রাখা হয়েছে প্যাস্টেল। মনে করা হচ্ছে এটি পরিণীতি এবং রাঘবের ব্যক্তিত্বের সঙ্গেও বেশি মানানসই।

আইনিউজ/ইউএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়