বিনোদন ডেস্ক
আপডেট: ১৩:১৬, ১৮ মে ২০২৩
সিয়াম-মিমের ‘অন্তর্জাল’ সাড়া ফেলেছে অনলাইন দুনিয়ায়
বাংলাদেশসহ সারাবিশ্বের কাছে সাইবার দুনিয়ার এক কালো অধ্যায় হিসেবেই পরিচিত হ্যাকিং। এই হ্যাকিং নিয়ে আন্তর্জাতিক সিনেমা পাড়ায় নির্মিত হয়েছে দারুণ সব সিনেমা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা নির্মাণ করেছেন দীপংকর দীপন। সিনেমার নাম ‘অন্তর্জাল’।
নায়ক সিয়াম এবঙ্গ বিদ্যা সিনহা মিমের রসায়নে নির্মিত সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন এ নির্মাতা। এর আগে ঢাকা অ্যাটাক ও অ্যাডভেঞ্চার অব সুন্দরবনের মতো দর্শকপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন তিনি। এবারও অন্তর্জাল নিয়ে বেশ আলোচনায় এই পরিচালক। ছবির চরিত্রগুলোর নাম বাইওনারি পদ্ধতিতে খুঁজে নিতে এখন মরীয়া দেশের অনেক সিনেমাভক্তরা।
‘অন্তর্জাল’ সিনেমাটি নিয়ে দীপংকর দীপন বলেন, 'আমাদের সিনেমাটির কাজ শেষ হয়েছে। আমরা আশা করছি কিছুদিনের মধ্যেই এটা সেন্সরে জমা দেব। এটি সাইবার থ্রিলারধর্মী সিনেমা, এজন্য এর গুরুত্বপূর্ণ বিষয় ভিএফএক্স। এতে ল্যাব, রোবটস, রোবটস ড্রোন, হলোগ্রাফি ক্যারেক্টার, পাহাড়ে আস্তানা ও গল্পের পরতে পরতে নতুনত্ব আছে।'
সিনেমা মুক্তির আগে প্রচার পর্ব হিসেবে গত শনিবার (১৩ মে) বিকালে প্রকাশ পেয়েছে 'অন্তর্জাল'এর প্রথম অফিশিয়াল পোস্টার। সিনেমাটির পোস্টারে ভিন্নতা নিয়ে নেট দুনিয়ায় ইতিবাচক মন্তব্য করছেন নেটিজেনরা। পোস্টারজুড়ে দেখা গেছে, ডার্ক রঙের ৩০টির বেশি হুডি, কিন্তু মুখ দেখা যাচ্ছে মাত্র ছয়জনের। সেখানে দেখা গেছে, সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের। সিনেমার ভাবনার সঙ্গে মিল রেখে পোস্টারে নতুনত্ব ও রহস্যের আভাস রেখেছেন নির্মাতা। পোস্টারে হুডিতে ঢাকা মুখের মধ্যে রয়েছেন সিয়াম আহমেদ, মিম, সুনেরাহ, মাশরুর ইনান, এবিএম সুমন, অমিত সিনহা। এ সিনেমায় সিয়াম লুমিন নামে একটি চরিত্রে অভিনয় করেছেন। এতে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে নিশাদ চরিত্রে।
সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। তার চরিত্রের নাম প্রিয়ম। তিনি রোবট নিয়ে কাজ করেন। এ সিনেমায় জুটি হিসেবে দেখা যাবে সিয়াম ও সুনেরাহকে।
সিনেমাটি নিয়ে সুনেরাহ বিনতে কামাল বলেন, 'আসছে ঈদে অন্তর্জাল মুক্তি পাচ্ছে। এটা বেশ আনন্দের বিষয়। কারণ একেবারেই ভিন্নধর্মী একটি চরিত্রে এখানে কাজ করেছি। সবাই মিলে ভালো একটি কাজ উপহার দেয়ার চেষ্টা করেছি। আশা করছি, ভালো লাগবে সবার।'
সিনেমার পোস্টার শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নির্মাতা ও কলাকুশলীরা লিখেছেন, 'ইন্টারনেটের দুনিয়া রহস্যময়, যেখানে অসাবধানতা মানেই বিপদ। সে বিপদের কারণ কী? মানুষ নাকি অন্য কিছু? আমাদের মানবজাতির ভবিষ্যৎ কী? সেসব রহস্যের জাল আর চাল নিয়ে ঈদুল আজহায় আসছে বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার 'অন্তর্জাল'। রহস্যের ভুবনে খুঁজে নিন নিজেকে।'
'অন্তর্জাল'র গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সার্বিক সহযোগিতায় স্পেলবাউন্ড লিও বার্নেট।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে