Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪০, ২৪ মে ২০২৩
আপডেট: ১৭:৪৯, ২৪ মে ২০২৩

কান উৎসব মাতাচ্ছেন সানি লিওনি

বলিউড অভিনেত্রী সানি লিওনি।

বলিউড অভিনেত্রী সানি লিওনি।

বিশ্বের নামকরা সব অভিনেতা-অভিনেত্রীদের পদচারণায় মুখ ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যাল আসর। সেই আসর মাতাচ্ছে বলিউডের হট গার্ল খ্যাৎ সানি লিওনির সিনেমা কেনেডি। অন্য সকল নায়িকারা যখন লাল গালিচার সাথে মেচিং করে ড্রেসাপ নির্ধারণে ব্যস্ত তখন বাজিমাত করছেন প্রথমবার রেড গালিচায় হাঁটা এই এই নায়িকা। জানা গেছে হাউসফুল গেছে সানির সিনেমার শো।  

এ বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল এন্ট্রি অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘কেনেডি’। যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাহুল ভাট এবং সানি লিওনি। বৃহস্পতিবার মধ্যরাতে সেই সিনেমার স্ক্রিনিং হতে চলেছে কান-এ। তবে এর থেকেও বড় সুখবর দিলেন সানি।

ইনস্টাগ্রামে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে ছবি শেয়ার করে সানি লিওনি লিখেছেন, “আমাদের সিনেমা ‘কেনেডি’র সমস্ত টিকিট মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। ভীষণ গর্বিত! যে কারণে ‘কেনেডি’র গোটা টিম উচ্ছ্বসিত। মধ্যরাতে উদযাপনের সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।”

এক সাক্ষাৎকারে সানি লিওনি জানিয়েছিলেন, ‘শৈশব থেকেই ভাবতাম, কান ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার মুহূর্ত কেমন হবে। আমার সৌভাগ্য যে, এবার আমার সিনেমা এখানে দেখানো হবে। আমি রেড কার্পেটে হাঁটব। আমি তো বিশ্বাসই করতে পারছি না। যখনই মনে করছি, আনন্দের চোটে চোখে জল চলে আসছে।’

অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ যে সানি লিওনির ফিল্মি কেরিয়ারের গ্রাফ বদলে দেবে, এমনটাই মনে করছেন সিনে সমালোচকরা। ভক্তরাও অভিনেত্রীকে নতুনরূপে দেখতে মুখিয়ে আছেন।

আই নিউজ/এইচএন 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়