Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৮, ২৪ মে ২০২৩

বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান

পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। বুধবার (২৪ মে) ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে বিয়ের খবর জানান তিনি। 

ইমরান ফেসবুকে লিখেন, “বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহর অশেষ রহমতে আজ থেকে আমি ও আমার স্ত্রী মেহের আয়াত জেরিন আমাদের জীবনের নতুন এই অধ্যায় শুরু করলাম। পারিবারিকভাবেই আমাদের এই বিয়ের আয়োজন। তাই ছোট পরিসরে অনেকটা ঘরোয়া পরিবেশেই বিয়েটা হলো।”

সকলের দোয়া চেয়ে লিখেন, “আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন একে-অপরের পাশে থেকে নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি জীবনের বাকিটা পথ।” 

আগামী নভেম্বরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার কথা জানিয়েছেন তিনি। সেখানে সংগীত ও সিনেমা অঙ্গনের ঘনিষ্ঠজনদের আমন্ত্রণ জানাবেন।

উল্লেখ্য, ইমরান মাহমুদুলের সংগীত ক্যারিয়ার শুরু হয় ২০০৮ সালে, চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে। এরপর তিনি একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। গত এক দশকের দেশের সবচেয়ে সফল সংগীতশিল্পী তিনি। তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। অর্জন করেছেন বেশ কিছু পুরস্কারও।

আইনিউজ/ইউএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়