Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ২৭ মে ২০২৩

কান উৎসব মানেই ভালো সিনেমা নয় : নওয়াজ সিদ্দিকী 

জনপ্রিয় অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী। ছবি- Times Of India

জনপ্রিয় অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকী। ছবি- Times Of India

এবারের কান উৎসব নিয়ে বলিউডের বেশ কিছু পরিচালক, অভিনেতা-অভিনেত্রী নেতিবাচক বক্তব্য দিয়েছেন। তাদের কারো মতে কান- নিয়ে এতো মাতামাতির কিছু নেই। এবার কান-নিয়ে মুখ খুলেছেন এ সময়ের আরেক জনপ্রিয় বলিউড নওয়াজ উদ্দিন সিদ্দিকী। তিনি বলছেন, কান- উৎসবে কোনো সিনেমার প্রদর্শন মানেই গুনেমানে ছবিটি ভালো তা নয়।তার মতে কান-এ একটি ছবি সাড়া ফেললেও সেটির বাণিজ্যিক সাফল্যের বিষয়ে কোনও নিশ্চয়তা নেই।

চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে ভারতীয় তারকাদের ‘বাড়াবাড়ি’ চোখে লেগেছে বলিউডের অনেকের কাছে। একটি ছবিও প্রদর্শিত হচ্ছে না ভারতের, তার পরও এত জাঁকজমক করে মেতে ওঠা কেন? প্রশ্ন তুলেছিলেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। অখুশি কলিউড অভিনেত্রী নন্দিতা দাসও। 

সম্প্রতি আরও এক ভাবে সতর্ক করলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। মনে করিয়ে দিতে চাইলেন, যত ছবি কান-এ দেখানো হয়, সবগুলিই উৎসব কর্তৃপক্ষের আনুষ্ঠানিক মনোনয়ন পাওয়া ছবি নয়। কেউ চাইলে উৎসবে প্রেক্ষাগৃহ ভাড়া নিয়ে নিজেদের লোকজনকে ছবি দেখাতে পারেন। তারপর বলতেই পারেন, তাদের ছবি কান উৎসবে দেখানো হয়েছে।

নওয়াজের কথায়, “নিজের মতো রেড কার্পেট বিছিয়ে নিন, নিজের কিছু লোকজন জড়ো করুন। ছবি তুলুন। নিজের লোকজনকেই ছবি দেখান। তার পর ফিরে এসে বলুন, আপনার ছবি কান-এ দেখানো হয়েছে। ব্যস, হয়ে গেল!”

নওয়াজের কথায় কান-এ একটি ছবি সাড়া ফেললেও সেটির বাণিজ্যিক সাফল্যের বিষয়ে কোনও নিশ্চয়তা নেই। নিজের ছবির উদাহরণ টেনেই তিনি বলেন, ‘‘২০১২ সালে আমার ছবি ‘মিস লাভলি’ কান-এ সমালোচকদের বাহবা পেয়েছিল, কিন্তু ভারতে মুক্তি পাওয়ার পর বক্স অফিসে সুবিধা করতে পারেনি।’’

সূত্র: আনন্দবাজার

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়