বিনোদন ডেস্ক
চলে গেলেন মার্কিন কিংবদন্তি অভিনেতা জর্জ মাহারিস
বরেণ্য মার্কিন অভিনেতা জর্জ মারহারিস।
যুক্তরাষ্ট্রের কিংবদন্তি অভিনেতা ও পপ গায়ক জর্জ মাহারিস মারা গেছেন। গত বুধবার (২৪ মে) ৯৪ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। দীর্ঘদিন ধরেই হেপাটাইটিসে ভুগছিলেন জর্জ মাহারিস। শেষ পর্যন্ত এই রোগেই কাবু হলেন এই বরেণ্য অভিনেতা।
ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের নিজ বাড়িতেই মারা গেছেন মাহারিস। সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার বন্ধু এবং সহকর্মী মার্ক বাহান মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন।
ছোটবেলা থেকেই হেপাটাইটিসের সঙ্গে পাঞ্জা লড়ছিলেন জর্জ। এমনকি এ রোগের জন্য একাধিকবার হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল এই অভিনেতাকে। শুধু তা-ই নয়, এই অসুস্থতার কারণেই তৃতীয় সিজনের পর ‘রুট ৬৬’ শো-টি ছেড়ে দিয়েছিলেন তিনি।
৬০-এর দশকে রীতিমতো সবার হার্টথ্রব হয়ে উঠেছিলেন জর্জ। নিজের অভিনয়গুণে আমেরিকার যুবকদের আইকন হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘রুট ৬৬’ দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জর্জ। তার পরে আরও একটি টেলিভিশন সিরিজ ‘দ্য মোস্ট ডেডলি গেম’-এ অভিনয় করেন তিনি।
এ ছাড়াও গায়ক হিসেবেও বেশ জনপ্রিয় ছিলেন এই তারকা। একাধিক পপ মিউজিক অ্যালবাম রয়েছে তাঁর। নিউইয়র্কেই জন্ম হলেও তাঁর মা-বাবা ছিলেন গ্রিসের অধিবাসী। জর্জ সাত ভাই-বোনের সঙ্গে হেলস কিচেনে বড় হয়েছেন।
আই নিউজ/এইচএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে