Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫৮, ৩১ মে ২০২৩

রণবীর নয়, সৌরভের বায়োপিকে আয়ুষ্মান!

সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মান করা হবে। এই চরিত্রে কে অভিনয় করবেন। তা নিয়ে ছিলো সকল জল্পনা কল্পনা। জানা গেছে,  অভিনেতা চূড়ান্ত! কোন অভিনেতাকে দেখা যাবে সৌরভ গাঙ্গুলির চরিত্রে?

বড় পর্দায় দাদা হতে চলেছেন কে? এই নিয়ে জল্পনার অন্ত নেই। তবে এবার নাকি সব পাকাপাকি হয়েছে। সৌরভের চরিত্রে দেখা যাবে এক জনপ্রিয় অভিনেতাকে।

আনন্দবাজার পত্রিকার অনলাইনে এনিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ৩০ মে বিকালে।

এই প্রতিবেদনে বলা হয়, নিজের জীবন নিয়ে চলচ্চিত্র হোক সায় ছিল না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তবে বছর দুই আগে রাজি হয়েছেন জীবনীচিত্র নির্মাণে। তার পর থেকেই বিভিন্ন সময় উঠে সময় একাধিক অভিনেতার নাম। এর মাঝে যে অভিনেতার নাম বার বার এসেছে, তিনি রণবীর কপূর। একবারে প্রথমে বার কয়েক হৃতিকের নামও শোনা গিয়েছে। যদিও সেটা ছিল ক্ষণিকের গুঞ্জন। সৌরভের বায়োপিকে উঠে আসবে তাঁর ক্রিকেট জীবনের ওঠাপড়া। তাঁর জীবনের ওঠানামা, বিতর্ক, কামব্যাক সবই থাকবে সে ছবিতে। 

শোনা যাচ্ছে, চিত্রনাট্যের বিষয়ে বিশেষ সাবধানী সৌরভ। কিন্তু কাকে দেখা যাবে ‘দাদা’-র চরিত্রে, সেই নিয়ে উৎসাহ রয়েছে দর্শকেরও। শেষমেশ নাকি চূড়ান্ত হয়েছে নাম। তবে রণবীর কপূর নন, ‘দাদা’ চরিত্রে দেখা যাবে এক পঞ্জাবি অভিনেতাকে। সূত্রের খবর, সৌরভের চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।

আই নিউজ/ইউএ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়