আই নিউজ ডেস্ক
‘প্রহেলিকা’ আড্ডায় মাহফুজ-বুবলীর খুনসুটি
টানা আট বছর পর সিনেমায় প্রত্যাবর্তন হচ্ছে মাহফুজ আহমেদের। অন্যদিকে শবনম বুবলীরও এটি এক রকমের প্রত্যাবর্তন। কারণ, গণ্ডি’র বাইরে এসে এবার তিনি কাজ করলেন। ছবির নাম ‘প্রহেলিকা’। চয়নিকা চৌধুরী নির্মিত ছবিটি মুক্তি পাচ্ছে আসছে ঈদে।
মূলত মুক্তি পূর্ববর্তী প্রচারণার অংশ হিসেবে অন্যরকম এক আড্ডায় সামিল হলেন দুই প্রজন্মের তারকাদ্বয়। যারা এবারই প্রথম এক মোহনায় মিশে গেলেন ‘প্রহেলিকা’র সূত্র ধরে।
শুক্রবার বাদ জুমা এই ভিন্ন রকমের ঘরোয়া আড্ডার আয়োজন বসে রাজধানীর এক রেস্তোরাঁর ক্লোজরুমে। যেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের জবাবের পাশাপাশি অন ক্যামেরা একে অপরের মুখোমুখি বসেন মাহফুজ ও বুবলী। অনেকেই জানেন, দুজনেরই শুরুটা হয় সংবাদিকতা দিয়ে। মাহফুজ আহমেদ করেছেন মাঠের সাংবাদিকতা আর বুবলী ছিলেন টিভি স্টেশনের সংবাদ পরিবেশক হিসেবে। ফলে দুজনার এই আড্ডা ছিলো বেশ জমাটি আর তীক্ষ্ণ। যেখানে একে অপরকে ভালোই ঘায়েল করার চেষ্টা করেছেন, ‘প্রহেলিকা’র শুটিং অভিজ্ঞতার রেশ ধরে।
বিস্তর সেই আড্ডায় উঠে আসে ‘প্রহেলিকা’য় তাদের কাজের অভিজ্ঞতা থেকে শুরু করে ব্যক্তি জীবনের নানা গল্প। সে গল্পে যাওয়ার আগে ‘প্রহেলিকা’ প্রসঙ্গে শোনা যাক দুজনার মন্তব্য।
মাহফুজ আহমেদ বলেন, ‘ছবিটির গল্প আমরা বলবো না। এমনকি গল্পের ধারনাটিও প্রকাশ করতে চাই না। তবে এটুকু বলি, যে কোনও মানুষ সারাজীবন মনের মানুষকে খুঁজে ফেরে। সেটা শেষ পর্যন্ত পায় কিনা, এটা বড় একটা প্রশ্ন। ছবিটিতে সেই প্রশ্নের জবাব খোঁজার চেষ্টা করেছি আমরা।’
অন্যদিকে বুবলী বললেন আরেকটু বিস্তর। তার ভাষায়, ‘দিন শেষে সবাই তো নিজের মানুষটাকে খুঁজি। যার কাছে কথা বলে সেফ ফিল করবো, শান্তি পাবো- এটাই আসলে ছবিটির মূল বিষয়। এখানে আমার চরিত্রটির নাম অর্পা। সেই মেয়েটি দিনশেষে কি পেলো- সেটাই মূলত খোঁজার চেষ্টা করে।’
মাহফুজ-বুবলীর এই প্রাণবন্ত আড্ডার ফাঁকে কথা প্রসঙ্গে বুবলী জানান, মাহফুজ আহমেদের অভিনয় তাকে প্রেম করা শিখিয়েছে! এটাও জানান, মাহফুজ আহমেদ যখন অভিনয় শুরু করেন তখন নাকি তার জন্মও হয়নি!
বুবলীর এমন তথ্যের তুমুল বিরোধিতা করেন পাশে বসা মাহফুজ আহমেদ। বলেন, ‘বুবলী নিজেকে কম বয়সী প্রমাণ করার জন্য আমাকে বুড়ো বানানোর চেষ্টা করছে।’
এরপরই প্রেম প্রসঙ্গ উঠে আসে। মাহফুজ আহমেদ বুবলীকে বলেন, ‘আমি আর কী প্রেম শেখালাম। তুমি তো প্রথম নায়কেই প্রেম আর বিয়ে সেরে ফেলেছো!’
ছেড়ে কথা বলেননি বুবলীও। তিনি মাহফুজ আহমেদকে প্রশ্ন করেন, আপনি তো অসংখ্য অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। এরমধ্যে সত্যিকারের প্রেমে কতবার পড়েছেন?
এবার কৌশলী মাহফুজ আহমেদ। বললেন, ‘আমি হাজার নায়িকার সঙ্গে কাজ করেছি। নাটক-সিনেমা দুই বাংলাতেই। একাধিকবার মুগ্ধ হয়েছি আমার সহশিল্পীদের রূপে-গুনে। এরমধ্যে অনেকের সঙ্গে শুটিংয়ের ভেতরে ও বাইরে দারুণ সময় পার করেছি। বাট কো-আর্টিস্টের সঙ্গে প্রেম করা বা ঘর করার বিষয়টি কখনও মাথায় আসেনি। তুমি যেমন প্রথম ছবিতেই প্রেম-বিয়ে-সন্তান! আমি এসব কল্পনাতেও আনিনি কখনও। কারণ, আমার কাছে তখন থেকে এখনও মনে হয়, কোআর্টিস্ট মানে সহপাঠী। তারা বন্ধু হতে পারে। এর বেশি কিছু তো না।’
উদাহরণ টেনে মাহফুজ আরও বলেন, ‘আমি শাবনূর, মৌসুমী, পূর্ণিমা, বিপাশা, শমি, তারিন, অপি- সবার সঙ্গে কাজ করেছি। তখন তারা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় আর সুন্দরী ও মেধাবী মুখ ছিলো। এখনও তারা তাই আছে, যদিও কাজ করছে না। এখন যেমন তোমাকে পেলাম। শুটিং শুরুর আগে আমি কিন্তু ভয়ে ছিলাম বুবলীকে নিয়ে। কারণ, সারাজীবন আমি অনেক অসাধারণ কোআর্টিস্ট পেয়েছি। যাদের অভিনয়গুণের কারণে আমি নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি। তো লম্বা বিরতির পর শুরুতে তোমাকে নিয়ে ভয়ে থাকলেও শুটিং শেষে মনে হলো ইন্ডাস্ট্রি একজন অভিনেত্রী পাচ্ছে। এবং সেই সুবাদে আমি তোমার প্রেমেও পড়ে আছি, কিন্তু সেটা ঘর-সংসার-সন্তানের জন্য নয়। এই প্রেম মানুষ বুবলী আর অভিনেত্রী বুবলীর প্রেম। এই প্রেম একজন ভালো সহশিল্পীর প্রতি।’
এভাবে মাহফুজ-বুবলীর আড্ডা চলে টানা প্রায় আড়াই ঘণ্টা। যেখানে উঠে আসে ‘প্রহেলিকা’র ভেতরের গল্পের সঙ্গে দুজনার ব্যক্তিগত জীবনের নানান গল্প।
ফাঁকে বুবলী প্রকাশ করলেন সাংবাদিকদের প্রতি অম্লমধুর প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘সাংবাদিকরা আমাদের শক্তি। তিলকে তাল বানাতে যেমন পারেন, সত্যকেও তুলে ধরতে পারেন তারা। সাংবাদিকতা নট আ ইজি জব। আমি যখন সংবাদ পড়তাম- টকব্যাকে অনএয়ারের কাউন্টডাউন শুরু হলেই হার্টবিট বেড়ে যেতো। বারবার মনে হতো গোটা পৃথিবী আমাকে দেখছে, ফলে একটি শব্দও আমাকে ভুল করা যাবে না। কারণ, খবরের প্রতিটি শব্দই গুরুত্বপূর্ণ। ফলে সাংবাদিকতা পেশা যে কতোটা চ্যালেঞ্জিং, সেটা মাহফুজ ভাইয়ের মতো আমিও ফিল করি।’
ফাঁকে নির্মাতা চয়নিকা চৌধুরী জানান, ছবিটি ঈদে মুক্তি দেওয়ার কারণ। তার ভাষায়, ‘এবারের ঈদে যে ছবিগুলো এখন মুক্তির মিছিলে আছে, তার সবগুলোই অসাধারণ বলে আমি বিশ্বাস করি। আমার মনে হয়, অনেক বছর ঈদে এতগুলো ভালো ছবি মুক্তির খবর শুনিনি। আমরা এই দারুণ সময়টাকে মিস করতে চাইনি। আমরা সবাই চেয়েছি, অন্য ভালো ছবিগুলোর সঙ্গে আমাদের ছবিটিও মুক্তি পাক। সবগুলো ছবি মানুষ দেখুক। আর দিন শেষে তো, মূল বিচারক দর্শক। তারাই না হয় রায় দেবেন ছবিটি কেমন। তবে আমরা সবাই মিলে চেষ্টা করেছি, নতুন কিছু করার।’
‘প্রহেলিকা’য় মাহফুজ আহমেদ অভিনয় করেছেন মনা চরিত্রে। আর শবনম বুবলী অর্পা চরিত্রে। এতে আরও দরকারি চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান, রাশেদ মামুন অপু প্রমুখ। জামাল হোসেন প্রযোজিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।
আই নিউজ/ইউএ
- নিউ জার্সির চলচ্চিত্র উৎসবে শ্রীমঙ্গলের ২ নির্মাতার ৬টি চলচ্চিত্র
- ‘হাওয়া’ দেখতে দর্শকদের ভিড়, খোদ নায়িকা সিঁড়িতে বসে দেখলেন সিনেমা
- লুঙ্গি পরায় দেওয়া হয়নি সিনেপ্লেক্সের টিকেট, সেই বৃদ্ধকে খুঁজছেন নায়ক-নায়িকা
- বিয়ে করেছেন মারজুক রাসেল!
- সেরা পাঁচ হরর মুভি
- শোকের মাসে শ্রীমঙ্গলের স্কুলগুলোতে প্রদর্শিত হলো ‘মুজিব আমার পিতা’
- শাকিবের সঙ্গে বিয়ে-বাচ্চা তাড়াতাড়ি না হলেই ভাল হত: অপু বিশ্বাস
- গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
- নারী বিদ্বেষীদের বুড়ো আঙুল দেখিয়ে নতুন যাত্রা শুরু : জয়া আহসান
- ‘ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে