Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৮, ৪ জুন ২০২৩

ভিডিও ফাঁসের পর রাজকে আর জামাই ভাবেন না পরী 

নায়িকা পরীমনি আর নায়ক শরিফুল রাজের দাম্পত্য জীবন এখন বিনোদন জগতে বৃহৎ আলোচিত একটি বিষয়। কদিন পর পর এই দুজনের দাম্পত্য জীবন নাটকীয় মোড় নেয়, নানা ঘটনা ঘটে। যা পরে মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসে। সম্প্রতি উঠতি অভিনেত্রী সুনেরার সাথে রাজের ভিডিও ফাঁসের পর সে সম্পর্ক আরও অবনতি হয়েছে। শুনা যাচ্ছে, ওই ভিডিও ফাঁসের পর শরিফুল রাজকে আর নিজের জামাই ভাবতে পারছেন না পরী। স্বামীর কোনো দায়িত্বই রাজ পালন করেন না আছে এমন অভিযোগও। 

এর আগেও পরীমণি জানিয়েছিলেন, তার স্বামী রাজ ২০ মে থেকে বাসাতে নেই। এটি বিচ্ছেদের ইঙ্গিত কিনা তাও বুঝতে পারছেন না তিনি।

বৃহস্পতিবার (১ জুন) শরিফুল রাজ সাংবাদিকদের জানান, তাদের সম্পর্ক কোন পর্যায়ে বা টিকবে কিনা, তা বলতে পারবেন চয়নিকা চৌধুরী ও গিয়াসউদ্দিন সেলিম।

পরীমণির সঙ্গে সংসার করবেন কিনা জানতে চাইলে রাজ বলেন, তার সিদ্ধান্তের চেয়ে পরীর সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। সে কী চায়, সেটা জানা দরকার। পরী যেটা চাইবে, সেটিই চূড়ান্ত।

যদিও পরীমণি সাংবাদিকদের বলেন, ‘রাজ তো আমার সঙ্গে থাকতে চায় না। এ কারণে ২০ মে নিজের সব জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পর থেকে আর ফেরে নাই; ফোনও রিসিভ করে না।’

পরী আরও জানান, পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ও তার স্ত্রীর সঙ্গে রাজ ২০ মে সবশেষ বাসায় আসে। ওই দিন সেলিম তাকে বলেন, ‘রাজ তো তোমার সঙ্গে থাকতে চায় না। বিচ্ছেদের ব্যাপারে চিন্তা করতে পারো। উত্তরে পরী বলেন, ‘ও আমার সঙ্গে থাকতে না চাইলে ও-ই আমাকে ডিভোর্স দিক। আমি কেন দিতে যাব?’ এমন পরিস্থিতিতে পরিচালক সেলিম বলেন, ‘তাহলে তোমাদের বাচ্চার কী হবে?’ উত্তরে পরীর জবাব ছিল, ‘ছেলে রাজ্য আমার কাছেই থাকবে। তবে বাবা হিসেবে রাজ ছেলেকে দেখতে আসতে পারবে।’

পরী বলেন, ‘বিচ্ছেদ নিয়ে কথাবার্তা চলার সময় রাজ আর সেলিম ভাইয়ের সঙ্গে আমার অনেক কথাকাটাকাটি হয়। রাজ আমার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। একপর্যায়ে সেলিম ভাই, তার স্ত্রীসহ রাজ সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আর ফেরেনি।’

পরী আরও বলেন, ‘রাজ নিয়মিত বাসায় থাকে না। সন্তানের প্রতি সে দায়িত্বও পালন করে না। তবুও লোক দেখাতে বিভিন্ন ইভেন্টে আমরা একসঙ্গে অংশ নিয়েছি। কিছুদিন আগে আমি হাসপাতালে ছিলাম, আমাকে দেখতেও যায়নি। বরং বাসায় নিজের জিনিসপত্র গুছিয়েছে চলে যাওয়ার জন্য।’

তাহলে বিচ্ছেদের দিকে যাচ্ছে কিনা প্রশ্নে পরী বলেন, ‘২০ মে আমাকে ছেড়েও (রাজ) চলে গেছে। বিচ্ছেদ তো সেদিনই হয়ে গেছে। শুধু আইনি প্রক্রিয়া হয়নি। একটা মানুষ চলে গেলে তো তাকে আর ধরে রাখা যায় না। পরী হাসতে হাসতে আরও বলেন, ‘রাজ এখন বলে কী, আমাদের বিয়ের কাবিন নামা নাকি ভুল। আমাদের নাকি ঠিক ঠিক বিয়েই হয়নি। যে এভাবে বলতে পারে, সে ভয়ংকর মানুষ। তার সঙ্গে থাকা যাবে না।শুধু কষ্ট লাগবে সন্তানের কথা ভেবে।’

রাজ যদি আবার ফিরে আসে তাহলে? এ প্রশ্নে পরী বলেন, ‘বিয়ে-সংসার মুদি দোকান নয়। যে মানুষ স্ত্রী-বাচ্চার মায়ের চরিত্র নিয়ে কথা তুলতে পারে, তার সঙ্গে ঘর করার সুযোগ নেই আর। আমি রাজের স্ত্রী, এটি আর শুনতে চাই না। আমি ওর প্রাক্তন, এটা শোনাটাই বরং সম্মানের।’

যদিও রাজের কাছে এ পর্যন্ত বিচ্ছেদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এমনকি ছবি-ভিডিও ফাঁস ইস্যুতেও তিনি স্পষ্ট বাক্যে পরীর বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি।

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়