Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ৫ জুন ২০২৩

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দিয়ে বাথরুমের হাতল বানালেন নাসিরুদ্দিন! 

বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ

বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ

বলিউড পাড়ায় মাঝেমধ্যে নানারকম প্রাসঙ্গিক মন্তব্য করে আলোচনার জন্ম দেন কিংবদন্তী বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। কিছুদিন আগেই মুঘলদের নিয়ে ভারতীয়দের বিরূপ ভাবনার প্রতিবাদ করে বেশ আলোচনায় আসেন তিনি। এবার জানা গেল নিজের অভিনয় জীবনের অর্জন অ্যাওয়ার্ড দিয়ে নিজের বাথরুমের হাতল বানিয়েছেন নাসিরুদ্দিন!

সারা জীবনে প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন নাসিরউদ্দিন। ‘পার’, ‘স্পর্শ’, ‘ইকবাল’ সিনেমায় অভিনয়ের জন্য তিনটি জাতীয় পুরস্কার রয়েছে তার ঝুলিতে। আবার ‘আক্রোশ’, ‘চক্র’, ‘মাসুম’-এর মতো সিনেমার জন্য পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার।

নাসিরউদ্দিনের কাছে এই অ্যাওয়ার্ডগুলোর বিশেষ মূল্য নেই। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দিয়ে নিজের বাড়ির বাথরুমের হ্যান্ডেল তৈরি করিয়েছেন অভিনেতা! এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর এই তথ্য জানান নাসিরউদ্দিন।

তিনি বলেন, ‘কোনো অভিনেতা যখন কোনো চরিত্রে নিজেকে সঁপে দেয় সে আমার মতে ভাল অভিনেতা। এবার যদি আপনি এমন অনেক অভিনেতার মধ্যে থেকে একজনকে সেরা হিসেবে বেছে নেন, তাহলে তা কেমন করে ন্যায়সঙ্গত হয়? আমি এই সমস্ত অ্যাওয়ার্ডে মোটেও গর্বিত নই।’

এরপরই অভিনেতা বলেন, ‘আমি শেষ দুটো অ্যাওয়ার্ড নিতেও যাইনি। তাই যখন ফার্ম হাউস তৈরি করলাম এগুলোকে সেখানে এভাবে রাখব বলে ঠিক করলাম — কাউকে যদি বাথরুমে যেতে হয় তাহলে ফিল্মফেয়ার দিয়ে তৈরি দুটো হ্যান্ডেল সেখানে পাবে।’

আই নিউজ/এইচএ 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়