Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:২৩, ৭ জুন ২০২৩

পুরুষের সাথে ডেটিংয়ের চেয়ে সন্তান দত্তক নেওয়া ভালো : জোলি

একজন পুরুষের সাথে ডেটিংয়ের চেয়ে একটি সন্তান দত্তক নেওয়া ভালো বলে মন্তব্য করেছেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সাথে বিবাহবিচ্ছেদের এক বছর পরে একটি শিশুকে দত্তক নেওয়ার পরিকল্পনার কথা জানালেন অভিনেত্রী। 

অভিনেত্রীর ঘনিষ্ঠ এক সূত্র থেকে জানা গেছে, জ্যামাইকা থেকে একটি শিশুকে দত্তক নিতে পারেন জোলি। এর আগে পূর্বে কম্বোডিয়া, ভিয়েতনাম ও ইথিওপিয়া থেকে তিনটি সন্তান দত্তক নিয়েছেন অভিনেত্রী। তার ছয় সন্তানের মধ্যে তিনজই দত্তক নেওয়া। 

জোলির সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তি সম্প্রতি নিউ আইডিয়া ম্যাগাজিনের সাথে কথা বলার সময় বলেছেন যে জোলি মনে করেন ‘একটি শিশুকে দত্তক নেওয়া একজন পুরুষকে ডেট করার চেয়ে অনেক ভালো।’ সম্প্রতি অভিনেত্রীকে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রে যেতে দেখা গেছে, যেখানে একটি সাহিত্য উৎসবে যোগ দেন তিনি। তবে সেই ঘনিষ্ঠ ব্যক্তি দাবি করেছেন যে তার সফরের পেছনে আরো একটি উদ্দেশ্য ছিল।

অ্যাঞ্জেলিনা এক বছরেরও বেশি সময় ধরে আরেকটি সন্তান দত্তক নেওয়ার কথা বলছেন। এখন তার বড় বাচ্চারা কলেজে যাচ্ছে এবং বাকি তিনজন শীঘ্রই সেই বয়সে পৌঁছে যাবে। তাই জোলি মনে করেন যে এই জায়গাটি পূরণ করার জন্য তার আরো একটি বাচ্চা দরকার। 

অ্যাঞ্জেলিনা জোলি বর্তমানে ছয় সন্তানের জননী। যার মধ্যে তিন দত্তক ম্যাডক্স (২১), প্যাক্স (১৯) এবং জাহারা (১৮)। অপর তিনজন প্রাক্তন ব্র্যাড পিটের সাথে তার নিজের সন্তান যাদের নাম শিলো (১৭), নক্স (১৪) ও ভিভিয়েন (১৪)। 

এদিকে প্রাক্তন স্বামী ব্র্যাড পিট জোলির বিরুদ্ধে নতুন করে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলির বিরুদ্ধে যৌথ সম্পত্তি বিক্রির অভিযোগে আইনি ব্যবস্থা নিচ্ছেন পিট। পিটের অভিযোগ, তাদের দুজনের যৌথ সম্পত্তি তার সাথে পরামর্শ ছাড়াই রাশিয়ান বিলিয়নেয়ার ইউরি শেফলারের কাছে বিক্রি করেছেন জোলি। নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন অনুসারে, প্রাক্তন দম্পতির ১৬০ মিলিয়ন ডলারের সম্পত্তিটিতে সমান অংশীদারত্ব ছিল। এর আগেও সম্পত্তিটি ঘিরে দুজনের মাঝে আইনি জটিলতা হয়েছে।

আইনিউজ/ই.উ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়